prayogik logobeta
কোর্স সমূহপ্রাইম*লাইভ কোর্সকোর্স রোডম্যাপশেখাতে চাই

কোর্স ক্যাটেগরি

ক্যারিয়ারের লক্ষ্য অনুযায়ী কোর্স নির্বাচন করুন

  • ডিজাইন

  • ভিডিও এডিটিং
  • অ্যানিমেশন
  • মোশন গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডিজাইন
  • লোগো ডিজাইন
  • UI/UX ডিজাইন
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট

  • ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
  • ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট
  • ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট
  • ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট
  • ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট
  • ডিজিটাল মার্কেটিং

  • মেটা এডস
  • স্কিল মনিটাইজেশন
  • মার্কেটিং ফাউন্ডেশনস
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
  • প্রডাক্ট মার্কেটিং
  • B2B মার্কেটিং
  • ই-কমার্স
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • কনটেন্ট স্ট্রাটেজি
  • ইমেইল মার্কেটিং
  • কন্টেন্ট মার্কেটিং
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)
  • ওয়েব এনালিটিক্স
  • গুগল এডস

অন্যান্য

  • এন্ড্রোয়েড ডেভেলপমেন্ট
  • ডাটা অ্যানালিটিক্স
  • বিজনেস

prayogik logo

এক সাবস্ক্রিপশনে ছোট ছোট কোর্সে ডিজিটাল স্কিল শেখার সহজ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

facebooklinkedinyoutube

লিঙ্ক সমূহ

  • প্রাইম
  • ইভেন্ট
  • লাইভ কোর্স
  • সকল প্রশিক্ষকগণ
  • শেখাতে চাই
  • কোর্স রোডম্যাপ

কোম্পানি

  • ব্লগ
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারকারীর শর্তাবলি

যোগাযোগ করুন

ইমেল: contact[@]prayogik.com

ঠিকানা: নূর বিল্ডিং, ২য় তলা। ৭০০/বি, ডিটি রোড। দেওয়ানহাট, চট্টগ্রাম-৪১০০

কপিরাইট © ২০২৫ | প্রায়োগিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রায়োগিক ব্লগ
সর্বশেষ আপডেট করা হয়েছে - সোমবার, ৮ এপ্রিল ২০১৯

গ্রামার সফটওয়্যার কিভাবে ভালো আর্টিকেল রাইটার হতে সাহায্য করতে পারে

আর্টিকেল রাইটার হয়ে ওঠার শেষ ধাপ?

ধরে নেয়া যাক আমরা অনেক কষ্টে মোটামুটি লিখতে অভ্যস্ত হয়ে গেছি। অ্যামেরিকান নেটিভ টোনও কিছুটা বুঝতে ও লিখতে পারছি অনেক ভিডিও দেখে, অডিও শুনে, ব্লগ পড়ে এবং বিশেষ করে মেমরাইজ এ নেটিভ টোন আসবে এমন সব কোর্স করে।

এখন শেষ জরুরী ধাপটা বাকী।

একটা সে-ই মানের সফটওয়্যার দরকার যেটা-

  • পুরো আরটিকেলকে একবারে অ্যানালাইজ করবে
  • সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করবে
  • ফ্রেজের কনটেক্সট ঠিক করবে
  • আর্টিকেলজুড়ে কোন্ ফ্রেজ, শব্দ, বাক্য বেশি ব্যবহার হয়েছে তা বলবে
  • সেই ফ্রেজ/ বাক্য/ শব্দ’র বদলে কী দেয়া যায় সেটা বলবে
  • বুঝতে কষ্ট হয় এমন বাক্যগুলোকে চিহ্নিত করবে এবং সেগুলোর বিকল্প বলবে
  • ক্লিশে ফ্রেজ, বাক্য ও শব্দকে চিহ্নিত করবে এবং সেটার বিকল্প বলবে (ক্লিশে হল, অতি ব্যবহারে যেগুলো গুরুত্বহীন হয়ে গেছে)
  • পুরনোধাঁচের বাতিল শব্দের বদলে নতুন ধাঁচের শব্দ ঠিক করে দিবে
  • যথা সম্ভব সিনোনিম, বাগধারা ও ফ্রেজাল ভার্ব সাজেস্ট করবে
  • আমার ভুলগুলোকে ট্র্যাক করবে এবং সেটা নিয়ে প্র্যাকটিস করার সুযোগ দিবে।

বাজারে এই ধরনের কিছু সফটওয়্যার আছে। যেমনঃ

  • গ্রামারলি – মূলত নেটিভদের টারগেট করে বানানো
  • জিনজার সফটওয়্যার (নন-নেটিভদের টারগেট করে বানানো
  • প্রোরাইটিং এইড (অনেক অনেক আরটিকেলের জন্য ব্যবহার করা বেশ কঠিন এবং কষ্টসাধ্য, ইউজার ফ্রেন্ডলি নয়)

এরাই হল সেরা, এদের ধারকাছে কেউ নাই।

এই তিনটি সফটওয়্যারই ফ্রিতে পাওয়া যায়। ফ্রিতে অনেক কিছু থাকে। মানুষ টাকা বাঁচাতে গিয়ে মূলতঃ ফ্রিটাই ব্যবহার করে। ওতেই তুষ্ট থাকে।

গ্রামারলি’র ফ্রি তে যে সুবিধা আছে তা সবচে কম। তারচে একটু বেশি দেয় জিনজার।
আর সবচে বেশি দেয় প্রোরাইটিং এইড। ৫০০ ওয়ার্ড পর্যন্ত প্রিমিয়ামের সব সুবিধাই দেয়।

অনুসিদ্ধান্তে এলাম,
একজন রাইটার কখনোই ফ্রি তে তুষ্ট থাকলে এগুতে পারবে না। যেটাই কেনার, অন্তত ১ বছরের জন্য কেনা উচিত। এখন ৫০-১৫০ ডলার বাঁচাতে গিয়ে হয়তো মিলিয়ন ডলারের তলায় পড়বে। কারণ একজন রাইটারের পক্ষে মিলিয়ন ডলারে চলে যাওয়াটা অলেখক অ্যাফিলিয়েট উদ্যোক্তার চেয়ে অনেক সহজ। এখানে ইনভেস্টমেন্ট যেহেতু নিজের সময় ও মেধা, তাই সম্ভাব্য প্রবৃদ্ধির কোন সীমাবদ্ধতা নেই।

সুবিধা-অসুবিধা

গ্রামারলি

১. অসম্ভব সহজ ইন্টারফেস।
২. যেমনটা বললাম, মূলত নেটিভদের দিকে তাদের খেয়াল।
৩. সেন্টেন্স রিকন্সট্রাকশনে যতদূর বুঝলাম জিনজার থেকে পিছিয়ে আছে।
৪. বছরের চার্জ ১৪০ ডলার।
৫. ভুল থেকে শেখানোর বিষয় আছে কিনা তা নিশ্চিত বলতে পারছি না। সম্ভবত নেই।

জিনজার

১. অনেক সহজ ইন্টারফেস। গ্রামারলির চেয়ে ৫% পিছিয়ে আছে।
২. নন-নেটিভদের জন্য অনেক বেশি সাপোর্টিভ।
৩. যে কোন সফটওয়্যারের চেয়ে সেন্টেন্স রিকন্সট্রাকশনে এগিয়ে আছে।
৪. বছরে চার্জ ৯০ থেকে ১৫০ ডলারের মত। এই আগামী দু চারদিন থাকবে ৬০ ডলার।
৫. ভুল থেকে শেখানোর জন্য অসাম ইন্টারফেস।

প্রোরাইটিং এইড

১. বারবার বড় ফাইল নিয়ে কাজ করতে গেলে চোখ ও মনের উপর প্রচন্ড চাপ পড়বে। অতি বেশি লেখা ঠিক করতে গেলে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে।
২. অকারণে এত বেশি অপশন দেয়, যে নন-নেটিভরা সুবিধা পাবার বদলে তালগোল পাকিয়ে ফেলবে। ইংরেজির সহজপাচ্য লটপটি।
৩. গ্রামারলি ও জিনজারের চেয়ে সেন্টেন্স রিকনস্ট্রাকশনে অনেক পিছিয়ে আছে।
৪. তবে স্ট্যাটস ও চার্টস এর দিক দিয়ে এগিয়ে আছে।
৫. অপশনের আধিক্য অভ্যস্ত ইউজারের জন্য অনেক ভাল ও সুবিধাজনক লাগতে পারে, কিন্তু সেটা ইংরেজিতে অতিদক্ষ হবার পর।
৬. প্রাইস সাধারণত ৬০ ডলার বছরে। তবে ২০%-৪০% ছাড়ের কুপন/অ্যাফিলিয়েট লিংক পাওয়া যায়।

তাহলে কী করা উচিত আমাদের?

১. অবশ্যই একটা প্রিমিয়াম ব্যবহার করা উচিত অন্তত এক বছরের জন্য।
২. নিতান্তই অসম্ভব হলে একই আরটিকেল ফ্রি গ্রামারলি ইন্টারফেস এ পুরোটা একসাথে, ফ্রি জিনজার ইন্টারফেস এ পুরোটা একসাথে ও সবশেষে ফ্রি প্রোরাইটিং এইডে ৪০০ ওয়ার্ড করে কপি করে করে এডিট করে অভ্যস্ত হওয়া উচিত।
৩. আমি মনে করি ১৪০ ডলার বিষয় না, কিন্তু গ্রামারলির চেয়ে জিনজার ৬০/৯০ ডলার হলেও সেটা বেশি হেল্পফুল। গ্রামারলি যদি বেশি হেল্পফুল হতো, তাহলে সেটাই নেয়া উচিত হতো।
৪. প্রথম দুটার কোনটাই প্রিমিয়াম না কিনে প্রোরাইটিং এইড প্রিমিয়াম কেনা উচিত না। যদি দুটা প্রিমিয়াম ব্যবহার করতে ভাল লাগে, তখন দ্বিতীয় হিসাবে প্রোরাইটিং এইড কেনা যায়।

বটমলাইনঃ

আমি কিনছি জিনজার। সাথে আরো প্রায় ৪/৫ জন কিনছে।

Last updated on সোমবার, ৮ এপ্রিল ২০১৯
অন্যান্য

লেখাটি ভালো লেগেছে? বন্ধুদের সঙ্গে শেয়ার করুন!

আবুল কাশেম

আবুল কাশেম

সম্পর্কিত প্রবন্ধসমূহ

স্পেনসার কীভাবে তার ব্র্যান্ড তৈরী করলো?
যে ১০ আকর্ষনীয় উপায়ে আপনার ব্লগ পোস্টের ইন্ট্রো শুরু করতে পারেন
ব্লগ পোস্টের জন্য কিছু প্রয়োজনীয় ফর্মুলা

সম্পর্কিত প্রবন্ধসমূহ

স্পেনসার কীভাবে তার ব্র্যান্ড তৈরী করলো?

স্পেনসার কীভাবে তার ব্র্যান্ড তৈরী করলো?

বাংলাদেশে যারা এসইও বা এফিলিয়েট মার্কেটিংয়ের সাথে জড়িত তাদের মধ্যে নিসপারসুয়েটের স্পেনসারকে চেনে না এমন কম আছে। আপনি হয়তো তাকে নিস সাইট এন্ট্রেপ্রেনিয়র হিসাবে চেনেন। তিনি আসলে নিজের একটা ব্রান্ডও তৈরি করে ফেলেছেন। তিনি শুন্য থেকে শুরু করে সফল অনলাইন বিজনেস তৈরি করেছেন। তিনি কিছু স্টেপ ফলো করেছেন। আমরা যদি তার জার্নিটাকে বিশ্লেষন করি তাহলে […]

যে ১০ আকর্ষনীয় উপায়ে আপনার ব্লগ পোস্টের ইন্ট্রো শুরু করতে পারেন

যে ১০ আকর্ষনীয় উপায়ে আপনার ব্লগ পোস্টের ইন্ট্রো শুরু করতে পারেন

সূচনা পোস্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি পাঠক এবং লেখকের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। তাদের মধ্যে পোস্টটি পড়ার আগ্রহ তৈরি করে।শুধুমাত্র সুন্দর এবং কার্যকরী সূচনার অভাবে ৬০% গেস্ট পোস্ট মুখ থুবড়ে পরে থাকে। ১। পাঠককে আমন্ত্রণ জানান কোন পাঠক যদি মনে করে যে তার কাঙ্ক্ষিত বিষয়গুলো আপনার ব্লগ পোস্টে আছে তাহলে সে আপনার ব্লগটিকেই একটি […]

ব্লগ পোস্টের জন্য কিছু প্রয়োজনীয় ফর্মুলা

ব্লগ পোস্টের জন্য কিছু প্রয়োজনীয় ফর্মুলা

ব্লগ পোস্টের জন্য কিছু প্রয়োজনীয় টিপস ডিজিটাল মার্কেটিং এর বিশাল দুনিয়ায় কন্টেন্ট হলো প্রাণ স্বরূপ। কন্টেন্ট ছাড়া একটি ব্লগ বা ওয়েবসাইট মূল্যহীন। কিন্তু আপনার কন্টেন্ট তখনই কার্যকর ভূমিকা রাখবে যখন আপনি একটি তথ্যবহুল কন্টেন্ট লিখতে পারবেন। আবার শুধু মাত্র তথ্য থাকলেই চলবে না। কন্টেন্টটিকে সুন্দরভাবে উপস্থাপন করে পাঠককে আকৃষ্ট করে রাখতে হবে যেন পাঠকগণ শুরু […]