প্রায়োগিক প্রধানত আইসিটি ক্যারিয়ার ও অনলাইন বিজনেস সংক্রান্ত বিষয়াদি বিষয়ক ওয়েবসাইট। যেহেতু ক্যারিয়ার ও বিজনেস আমাদের লাইফস্কিল, মানষিক ও শারিরিক স্বাস্থের উপর নির্ভরশীল তাই এই বিষয়গুলোও প্রায়োগিক কাভার করে থাকে।
লক্ষ্যঃ দেশে ও বিদেশে নতুন ও পুরাতনদের প্রফেশনাল ও ব্যাবসায়িক সাফল্য পেতে সাহায্য করা।
আমরা কেনঃ দীর্ঘ দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি আমাদের প্রফেশনালরা সঠিক গাইডলাইনের অভাবে নিজেকে যথাযথ ভাবে প্রফেশানালি তৈরি করতে পারে না। আবার অনেক নতুন ব্যবসায়ি গ্লোবালি ব্যবসা তৈরি করতে আর এগিয়ে নিতে যথেস্ট পরিমানে তথ্য ও গাইডেন্স পায় না। এই বিষয় গুলো নিয়ে নানা রকমে উদ্যোগ ও আয়োজন প্রয়োজন।
আমরা মনে করি একদিকে যেমন আমাদের দীর্ঘ দিনে প্রফেশনাল একটা অভিজ্ঞতা রয়েছে, অনলাইন বিজনেস বিষয়ে জানাশুনা রয়েছে, দেশী-বিদেশী অনেক সফল প্রফেশনালদের সাথে যোগাযোগ আছে, নানা রকম ইভেন্ট করে অভিজ্ঞতা রয়েছে আমরাও কিছু উদ্যোগ নিতে পারি।
আমরা মনে করি আমরা সৃজনশীল ও আউট অব বক্স আয়োজনের মাধ্যমে
প্রফেশনাল ও বিজনেস কমিউনিটিতে ইতিবাচক অবদান রাখতে পারবো।
কর্মকার্ন্ডঃ
লেখালেখিঃ সংশ্লিস্ট সাবজেক্ট মেটার এক্সপার্টদের ক্যারিয়ার ও ব্যবসা সংক্রান্ত লেখা, ইন্টারভিও, গাইডলাইন প্রকাশ করা।
কোর্স ও ইভেন্টঃ মান সম্মত কোর্সের যথেস্ট পরিমান ঘাটতি বাংলাদেশে রয়েছে। সংশ্লিস্ট বিষয়ে অনলাইন ও অফলাইনে ফুলটাইম/পার্টটাইম কোর্স আয়োজনের মাধ্যমে প্রফেশনালদের চাকুরী উপযোগী করে তোলা আমাদের অন্যতম একটা লক্ষ্য।
এছাড়া ওয়ার্কসপ, বুটক্যাম্প, সেমিনার, ক্যারিয়ার টক ইত্যাদি ইভেন্ট আয়োজন করাও প্রায়োগিক ডট কমের কর্মকান্ডের অংশ।
আমাদের সাথে যোগাযোগঃ
আপনার যেকোন মতামত, পরামর্শ কিংবা সমালোচনা আমরা শুনতে আগ্রহী। অনুরোধ করবো এমন কিছু থাকলে আমাদের সাথে জানাবেন।
কোর্সঃ আপনি যদি কোন কোর্স আমাদের মাধ্যমে চালু করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে অনুরোধ রইল। আমরা আপনার সাথে রেভিনিও শেয়ার হতে শুরু করে সকল বিষয় নিয়ে আলোচনা করবো।
সেমিনার/ওয়ার্কসপ – প্রায়োগিকের উদ্যোগে ঢাকা, চট্রগ্রাম সহ দেশের নানা প্রান্তে সেমিনার ও ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। একজন ফেসিলেটর হিসাবে অংশগ্রহন করতে চাইলে বিষয় বস্তু কিংবা আপনার দক্ষতা সম্পর্কে জানিয়ে আমাদের লিখুন। আমরা আপনার সাথে যোগাযোগ করবো।
যোগাযোগ করতে লিখুন info@prayogik.com এই ঠিকানায় অথবা এই ফর্ম ব্যবহার করুন।