ক্যারিয়ারের লক্ষ্য অনুযায়ী কোর্স নির্বাচন করুন

আমি মোঃ সাকিব খান, একজন ডিজিটাল মার্কেটার। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (BSc in CSE) থেকে পড়াশোনা শেষ করার পর আমি ড্রপশিপিং ব্যবসার মাধ্যমে ক্যারিয়ার শুরু করি। সেই অভিজ্ঞতাই আমাকে ই-কমার্স এবং ডিজিটাল প্রমোশনের জগতে নিয়ে আসে। বর্তমানে আমি Gadget & Gear-এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি, যেখানে আমি পেইড ক্যাম্পেইন, কনটেন্ট এবং অনলাইন সেলস গ্রোথ পরিচালনা করি। আমার দক্ষতার মধ্যে রয়েছে Facebook & Google Ads, SEO, কনটেন্ট মার্কেটিং এবং অ্যানালিটিক্স, যা আমাকে কার্যকরী মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে সহায়তা করে এবং ব্যবসার দৃশ্যমান ফলাফল আনতে সাহায্য করে। আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো একজন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হওয়া এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করে উদ্ভাবনী ডিজিটাল গ্রোথ সলিউশন তৈরি করা।
.jpg&w=3840&q=75&dpl=dpl_Gcncko857jsigrMKjsUzJS5WpjPn)
সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্যালেন্ডার
ইন্সট্রাক্টর মোঃ সাকিব খান
১ শিক্ষার্থী
২১ মিনিট