ক্যারিয়ারের লক্ষ্য অনুযায়ী কোর্স নির্বাচন করুন
আমি মৃন্ময়, মার্কেটিং এ ২০২১ সাল থেকে। শুরুটা এসইও দিয়ে হলেও পরবর্তিতে ইমেইল মার্কেটিং, গুগল এডস, মেটা এডস ইত্যাদি নিয়ে কাজ করা হয়। আমার উল্লেখযোগ্য এসইও সাক্সেসের মধ্যে অন্যতম হচ্ছে দুই লাখ মান্থলি ট্রাফিক থেকে মান্থলি ২৭ লাখ ট্রাফিকে নিয়ে যাওয়া, মাত্র ৮ মাসে ০ থেকে দুই লাখ ষাট হাজার ট্রাফিক নিয়ে আসা ইত্যাদি। এছাড়াও আমি অসংখ্য ওয়েবসাইটের ট্রাফিক ৫ হাজার থেকে ৪০ হাজার রেঞ্জে নিয়ে গিয়েছি। বর্তমানে আমি দুটি বিটুবি এবং বিটুসি সাসের মার্কেটিং নিয়ে কাজ করছি। এই সাস দুটিতে এসইও কে মেইন ফোকাসে রেখে অন্যান্য মার্কেটিং চ্যানেল যেমন মেটা এডস, গুগল এডস, ইমেইল মার্কেটিং, এফেলিয়েট মার্কেটিং ইত্যাদি নিয়ে কাজ করছি।
স্যাস (SaaS) এসইও স্ট্র্যাটেজি
ইন্সট্রাক্টর মৃন্ময় রায়
১ শিক্ষার্থী
১ ঘণ্টা ৭ মিনিট