prayogik logobeta
কোর্স সমূহপ্রাইম*লাইভ কোর্সকোর্স রোডম্যাপশেখাতে চাই

কোর্স ক্যাটেগরি

ক্যারিয়ারের লক্ষ্য অনুযায়ী কোর্স নির্বাচন করুন

  • ডিজাইন

  • ভিডিও এডিটিং
  • অ্যানিমেশন
  • মোশন গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডিজাইন
  • লোগো ডিজাইন
  • UI/UX ডিজাইন
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট

  • ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
  • ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট
  • ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট
  • ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট
  • ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট
  • ডিজিটাল মার্কেটিং

  • মেটা এডস
  • স্কিল মনিটাইজেশন
  • মার্কেটিং ফাউন্ডেশনস
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
  • প্রডাক্ট মার্কেটিং
  • B2B মার্কেটিং
  • ই-কমার্স
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • কনটেন্ট স্ট্রাটেজি
  • ইমেইল মার্কেটিং
  • কন্টেন্ট মার্কেটিং
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)
  • ওয়েব এনালিটিক্স
  • গুগল এডস

অন্যান্য

  • এন্ড্রোয়েড ডেভেলপমেন্ট
  • ডাটা অ্যানালিটিক্স
  • বিজনেস

prayogik logo

এক সাবস্ক্রিপশনে ছোট ছোট কোর্সে ডিজিটাল স্কিল শেখার সহজ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

facebooklinkedinyoutube

লিঙ্ক সমূহ

  • প্রাইম
  • ইভেন্ট
  • লাইভ কোর্স
  • সকল প্রশিক্ষকগণ
  • শেখাতে চাই
  • কোর্স রোডম্যাপ

কোম্পানি

  • ব্লগ
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারকারীর শর্তাবলি

যোগাযোগ করুন

ইমেল: contact[@]prayogik.com

ঠিকানা: নূর বিল্ডিং, ২য় তলা। ৭০০/বি, ডিটি রোড। দেওয়ানহাট, চট্টগ্রাম-৪১০০

কপিরাইট © ২০২৫ | প্রায়োগিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রায়োগিক ব্লগ
সর্বশেষ আপডেট করা হয়েছে - বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

স্পেনসার কিভাবে কিওয়ার্ড আইডিয়া খুজে পায়?

স্পেনসার কিভাবে কিওয়ার্ড আইডিয়া খুজে পায়?

স্পেনসার হলো কনটেণ্ট সাইটের সবচাইতে বিগ ব্রান্ড। উনিই প্রথম নিসপারসুটডটকমের মাধ্যমে লংটেইল কিওয়ার্ড ফোকাস সাইট তৈরিকে বিপুল সংখ্যক মার্কেটারের কাছে পৌছে দিয়েছে।

স্পেনসারের সাফল্যের কারন কিওয়ার্ড রিসার্চ। তার বর্তমানের পাবলিক সাইট owntheyard.com এর কিওয়ার্ড গুলো এনালাইসিস করলে অনেক কিছুই শেখার আছে।

যেমন ধরুন তার সাইটটা একটা ইয়াড নিয়ে।

সাইটের একটা কিওয়ার্ড হলো bbq party games ideas for adults।

প্রশ্ন হচ্ছে এই কিওয়ার্ড আইডিয়াটা সে কিভাবে পেলো?

এই ধরনের কিওয়ার্ড আইডিয়া খুজে পাওয়ার মাধ্যমেই আসলে নিশ সাইটের সাফল্য নিহিত। যারা কিওয়ার্ড রিসার্চ শিখতে চায় তাদের এই বিষয়টা ভালো করে বুঝতে চেস্ট করতে হবে। আবার অনেক পুরানো নিশ সাইট এন্ট্রেপ্রেনিয়রদের জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ।

অধিকাংশ ক্ষেত্রে একটা নিশ খুজে পাওয়ার পর সবাই সেই নিশের কিছু কিওয়ার্ডকে বেইজ ধরে রিসার্চ করে। কিওয়ার্ড রিসার্চ টুলস গুলো সেই কিওয়ার্ড গুলোকেই দেখায় যে গুলোতে কিওয়ার্ডটি কোন না কোন ভাবে উপস্থিত। ধরুন kichen knife কারো নিশ, তখন তিনি কিওয়ার্ড রিসার্চ টুলসে kichen knife ব্যবহার করে কিওয়ার্ড খুজে পাওয়ার চেস্টা করবে। এতে করে সে যে অল্প কিছু ভাল কিওয়ার্ড খুজে পায়। যেই কিওয়ার্ড গুলো আবার অনেকে টার্গেট করে।

ভালো করার জন্য ভালো পরিমানে ভালো কিওয়ার্ড লাগবে। ভালো কিওয়ার্ড বলতে যেই গুলো আপনি সেই কারনেই নিবেন যে গুলোর জন্য আপনি র‍্যাঙ্ক করবেন এটা প্রায় নিশ্চিত। স্পেন্সারের টেকনিকটা সেটা। অনেক পরিমানে ভালো কিওয়ার্ড খুজে পায়।

এনালাইসিস করে সেই পদ্ধতিটা বের করা যাবে। এখানে তাই করার চেস্টা করবে। যদি এই প্রসেসটা কেউ আয়ত্ত্বে আনতে পারে তাহলে সে তার সাইট নিয়ে ভালো করার সম্ভাবনা বেশ কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারবে।

আমি চেস্টা করবো আমার বিশ্লেষন গুলো এখানে তুলে ধরতে। উল্লেখ্য যে এই ধরনের বিশ্লেষন সময় নিয়ে ও আরো বিস্তারিত ভাবে করা সম্ভব। আমি আমাদের ইন্টার্নাল টিমকে এই বিষয়ে এখন প্রশিক্ষিত করার চেস্টা করছি।

প্রতিদিনই এই বিষয় গুলো নিয়ে নতুন নতুন বিশ্লেষন আমি হয়তো তাদের কাছে তুলে ধরবো। শেয়ার করা যায় এমন বিষয় গুলো আমি এই পেইজে যোগ করবো।

আপনার আগ্রহ থাকলে আপনি মাঝে মাঝে এই পেইজে ভিজিট করতে পারেন।


bbq party games ideas for adults এর বিশ্লেষনঃ

SEMRush থেকে নেয়া কিছু তথ্যঃ

  • Volume 880
  • Keyword Difficulty 16%
  • Easy

বর্তমানে গুগলের প্রথম পেইজে যারা র‍্যাঙ্ক করেঃ

  • owntheyard.com/bbq-party-games-ideas-for-adults/
  • smokeygrillbbq.com/bbq-party-game-for-adults/
  • groupgames101.com/bbq-party-games-ideas-for-adults/
  • smartyardguide.com/barbecue-party-games-ideas-for-adults/
  • igra-world.com/bbq-party-games-ideas/
  • pinterest.com/pin/755619643700797048/
  • yardsurfer.com/barbecue-party-games/
  • yardandgardenguru.com/bbq-party-games-ideas-for-adults/
  • whichtobuy.co.uk/bbq-party-games-for-adults/
  • farmfitliving.com/9-diy-summer-backyard-games-for-outdoor-picnics-and-bbqs/
    farmfitliving.com

বিশ্লেষণঃ আমার মতেঃ স্পেনসার এই কিওয়ার্ডটি নির্বাচনের কারন

  • রিলেভেন্ট
  • লংটেইল
  • ইজি কম্পিটিশন
  • সার্চ ভলিয়ুম ভালো

তবে অন্যতম কারন ছিলো সার্চ কম্পিটিশন ইজি ছিলো। এখনও যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন অধিকাংশই নিশ কনটেণ্ট সাইট। দুই একটা সোশ্যাল সাইট আছে। যে নিশ সাইট গুলো দেখতে পাচ্ছেন তাদের দুই একটা কে অনসরণ করে বানিয়েছে। একথা নিশ্চিত বলা যায় শুরুতে সার্চ রেজাল্ট আরো দূর্বল ছিল।

আইডিয়াটা কোথায় পেলো আর সাইটের থিমের/আলোচনার বিষয়ের সাথে এই টপিকের সম্পর্ক –

bbq party games ideas for adults এই কিওয়ার্ডটির সাথে সাইটের সম্পর্ক হলো এই প্রোগ্রামটি অবশ্যয় ইয়ার্ডে অথ্যাৎ বাড়ীর আঙ্গিনায় বা বাগানেও করা যায়। সম্পর্ক বলতে এই টুকুই। কোন না কোন সোর্স থেকে এই কিওয়ার্ডটি যখন পেলো তখন একটা এঙ্গেল তৈরি করে সাইটের মুল সাবজেক্টের সাথে একটা সম্পর্কে যোগ করে কিওয়ার্ডটি নিয়ে লিখেছে কারন স্পেনসার নিশ্চিত ছিল সে এই কিওয়ার্ডটি জন্য প্রথমেই র‍্যাঙ্ক করবে। এই ধরনের কিওয়ার্ড অবশ্যয় যে কোন সাইটের জন্য উইনিং কিওয়ার্ড।

কোথা থেকে এই কিওয়ার্ডটি পেলো- সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয়।

বেশ কয়েক ভাবে পেতে পারে। কিছু ভালো ব্যাখ্যা প্রয়োজন। আমি এই নিয়ে আরো বিচার বিশ্লেষন করছি। শীগ্রই গুছিয়ে এই বিষয়ে এখানে লিখবো।


লক্ষ্য করুনঃ পেইজটি নিয়মিত ভাবে আপডেট হবে। আপটেড বন্ধ হলে এই প্যারাগ্রাফটি উঠিয়ে দিবো।

Last updated on বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
নিশ সাইট

লেখাটি ভালো লেগেছে? বন্ধুদের সঙ্গে শেয়ার করুন!

আবুল কাশেম

আবুল কাশেম

সম্পর্কিত প্রবন্ধসমূহ

ড্রোপড ডোমেইনে আমাজন এফিলিয়েট সাইট হতে পারে ফরচুন মেকার ( জেনে নিন কিভাবে)
এক সাথে কয়েকজন মিলে বড় কিছু করার মানষিকতা তৈরি করুন

সম্পর্কিত প্রবন্ধসমূহ

ড্রোপড ডোমেইনে আমাজন এফিলিয়েট সাইট হতে পারে ফরচুন মেকার ( জেনে নিন কিভাবে)

ড্রোপড ডোমেইনে আমাজন এফিলিয়েট সাইট হতে পারে ফরচুন মেকার ( জেনে নিন কিভাবে)

আমাজন নিশ সাইট নিয়ে কাজ করছেন? কিংবা কাজ করার কথা ভাবছেন? জানতে চান র‍্যাঙ্কংয়ের জন্য এখনো গুগল কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়? তাহলে আমি এমন দুইটি সাইটের বিষয় নিয়ে বলবো যারা রীতিমত মেগা সাকসেস পেয়েছে। যাদের সাফল্যের কারন জানতে পারলে আপনিও উপকৃত হতে পারবেন। আপনি আপনার বর্তমান সাইট ও ভবিষ্যত সাইটের জন্য স্ট্রাটেজি তৈরি করতে […]

এক সাথে কয়েকজন মিলে বড় কিছু করার মানষিকতা তৈরি করুন

অনলাইন বিজনেসকে কেন্দ্র করে প্রচুর স্টার্টআপ আছে যেই গুলো মার্কেটাররা তৈরি করেছে। এসইও, টুইটার, ফেসবুক কেন্দ্রিক অনেক টেকনলোজী কোম্পানি আছে। লরা মার্কেটার। সোশ্যাল মিডিয়া শিডিউলার সফটওয়্যার মিটগার তার একটা স্টার্টআপ।লরা ছিলো মার্কেটার। ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া একাউন্ট ম্যানেজ করতো। তার আলাদা একটা সোশ্যাল মিডিয়া সিডিউলার দরকার হয়ে পড়ল। সে দেখলো তার মতো অনেক মার্কেটারের একই রকমের […]