prayogik logobeta
কোর্স সমূহপ্রাইম*লাইভ কোর্সকোর্স রোডম্যাপশেখাতে চাই

কোর্স ক্যাটেগরি

ক্যারিয়ারের লক্ষ্য অনুযায়ী কোর্স নির্বাচন করুন

  • ডিজাইন

  • ভিডিও এডিটিং
  • অ্যানিমেশন
  • মোশন গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডিজাইন
  • লোগো ডিজাইন
  • UI/UX ডিজাইন
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট

  • ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
  • ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট
  • ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট
  • ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট
  • ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট
  • ডিজিটাল মার্কেটিং

  • মেটা এডস
  • স্কিল মনিটাইজেশন
  • মার্কেটিং ফাউন্ডেশনস
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
  • প্রডাক্ট মার্কেটিং
  • B2B মার্কেটিং
  • ই-কমার্স
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • কনটেন্ট স্ট্রাটেজি
  • ইমেইল মার্কেটিং
  • কন্টেন্ট মার্কেটিং
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)
  • ওয়েব এনালিটিক্স
  • গুগল এডস

অন্যান্য

  • এন্ড্রোয়েড ডেভেলপমেন্ট
  • ডাটা অ্যানালিটিক্স
  • বিজনেস

prayogik logo

এক সাবস্ক্রিপশনে ছোট ছোট কোর্সে ডিজিটাল স্কিল শেখার সহজ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

facebooklinkedinyoutube

লিঙ্ক সমূহ

  • প্রাইম
  • ইভেন্ট
  • লাইভ কোর্স
  • সকল প্রশিক্ষকগণ
  • শেখাতে চাই
  • কোর্স রোডম্যাপ

কোম্পানি

  • ব্লগ
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারকারীর শর্তাবলি

যোগাযোগ করুন

ইমেল: contact[@]prayogik.com

ঠিকানা: নূর বিল্ডিং, ২য় তলা। ৭০০/বি, ডিটি রোড। দেওয়ানহাট, চট্টগ্রাম-৪১০০

কপিরাইট © ২০২৫ | প্রায়োগিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রায়োগিক ব্লগ
সর্বশেষ আপডেট করা হয়েছে - রবিবার, ৩১ মার্চ ২০১৯

স্টিব জবসের না বলা ও ফোকাস থাকা

এপল অনেক কিছুই তৈরি করেছে। তার মধ্যে কোনটি নিয়ে আপনি প্রাউড ফিল করেন এমন প্রশ্ন স্টিভ জবসকে করলে তিনি বলেন, যা করেছি তা নিয়ে আমি যেমন গর্বিত ঠিক সমান ভাবে যা করি তাই তা নিয়ে আমি গর্বিত।

স্টিভ আরো জানায় যা করা যাবে না তা ঠিক করাটা যা করতে হবে তার সমান গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা ব্যক্তি আর ব্যবসার জন্য একই ভাবে প্রযোজ্য।

ফোকাস বলতে মানুষ এটা মনে করে যে যা করতে হবে সেটাতেই মনোনিবেশ করা। আসলে বিষয়টি মোটেও সেই রকম নয়। ফোকাস বলতে আরো শত শত ভালো আইডিয়া বা সম্ভাবনাকে না বলাকে বুঝায়। নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যয় সতর্ক হতে হবে। সাফল্যে মানে ১০০০ জিনিষকে না বলা।

স্টিভ জবসের কথা গুলো পড়লে বুঝতে পারবেন ফোকাস জিনিষটা কি, না বলা বলতে কি বুঝায়। আমরা প্রায় সবাই সাইনি অবজেক্ট সিন্ড্রোমে ভুগি। এক ব্যবসা না দাড়াতে দাড়াতে আরেক ব্যবসার পেছনে ছুটি। একটা স্কিল ভালো ভাবে না শিখে আরেকটা স্কিল শেখার চিন্তা করি।

যারা উবার এচিভার তাদের না বলার ক্ষমতা, প্যার্টান যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তারা কেন সফল। তারা প্রায় সব কিছু থেকে নিজেদের সরিয়ে রাখে শুধু একটা বিষয়ে পূর্ণ মনোযোগ দেয়ার জন্য।

স্টিভ জবস যে বিষয়টি এপলের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ সে বিষয়ে প্রতিদিন টানা ৩ ঘণ্টা সময় দিতেন।

আমরা কি করি?

বলা হয় সোশ্যাল মিডিয়া যুগে এখন সব চাইতে গুরুত্বপূর্ণ স্কিল হলো ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার স্কিল।

এটা আমাদের প্রায় সবার নিচের সমস্যা গুলো আছেঃ

১) নানা প্রজেক্ট নিয়ে কাজ করার সমস্যা 
২) প্রায় সব স্কিলে মাস্টার হতে যাওয়ার সমস্যা
৩) সহজেই কনসেন্ট্রেশন হারানোর সমস্যা

গত কয়েক মাস আগে আমি বলেছিলাম আমার মনে হয় আমার এটেনশন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম আছে। কোন কাজে টানা ১০ মিনিট কনসেণ্ট্রেশন দিতে পারি না। আমি কাজ করছি আর অনেক ইম্প্রভ হয়েছে।

Last updated on রবিবার, ৩১ মার্চ ২০১৯
ব্যবসায়িক উদ্যোগ

লেখাটি ভালো লেগেছে? বন্ধুদের সঙ্গে শেয়ার করুন!

আবুল কাশেম

আবুল কাশেম

সম্পর্কিত প্রবন্ধসমূহ

ভাজ্রিন গ্রুপ ফাউন্ডার রিচার্ড বানসন যিনি ৫ বিলিয়ন ডলারের সম্পদের মালিক) ও না বলার উদাহরণ
একেবারে শুন্য থেকে খ্যাতি আর সাফল্যের শীর্ষে উঠা জোয়েল অস্টিনের সাফল্যের কারন

সম্পর্কিত প্রবন্ধসমূহ

ভাজ্রিন গ্রুপ ফাউন্ডার রিচার্ড বানসন যিনি ৫ বিলিয়ন ডলারের সম্পদের মালিক) ও না বলার উদাহরণ

চরম সফল ব্যক্তিদের সাফল্যের কারন নাকি তাদের না বলার ক্ষমতা। ওয়ারেন বাফেট তার সাফল্যের কারন গুলোর মধ্যে ১ নং কারন বলতে বলায় বলেছিলো ১০০টি সম্ভামনাময় প্রস্তাবের মধ্যে ৯৯টিতেই আমি না বলি। মূল বিষয়টা হলো ফোকাস। না বলার ক্ষমতা = নিরবিচ্ছিন্ন মনোযোগের ক্ষমতা। নতুন টার্গেট বেশি বেশি না বলা আর নিজের এজেন্ডায় ফোকাস থাকা।  না বলা […]

একেবারে শুন্য থেকে খ্যাতি আর সাফল্যের শীর্ষে উঠা জোয়েল অস্টিনের সাফল্যের কারন

জোয়েল অস্টিন হলো একজন পাস্টর। তার সম্পদের পরিমান ৬০ মিলিয়ন ডলার। সে যখন তার বাবার কাছ থেকে চার্চের দ্বায়িত্ব নেয় তখন সব কিছু একই রকম যাচ্ছিলো। উন্নতি বলতে তেমন কিছুই হচ্ছিলো না। পরে একটা স্ট্রটেজির কারনে দেখা গেলও জ্যামিতিক হারে তার ফলোয়ার বেড়েছে ও অর্থনৈতিক উন্নতি হয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো তার সেই সর্বাপেক্ষা […]