একটা সাইট – এফিয়েলট, অথরিটি ব্লগ, ই-কমার্স, সার্ভিস কিংবা প্রোডাক্ট
যাই হোক একটা বিজনেস। এই বিজনেস কে সফল করতে অনেক কিছু লাগে।
আইডিয়া, স্কিল এবং ফান্ড। নানা ধরনের স্কিল, দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হয়। অনেকেই ইন্ডিভিজুয়ালি শুরু করে সফল হয়েছে। কিন্তু বেশির ভাগ মানে ৯০% এর ক্ষেত্রেই দেখা যায় ফেইলড।
কারন সাফল্য অনেক কিছুর উপর নির্ভর করে। চেষ্টা করলে আর স্কিল থাকলেই সফল হবে এমন কিন্তু না। বাজার, ইকোনোমি, কম্পিটিশন সহ নানা এক্সটারনাল ফ্যাক্টর সাফল্যকে প্রভাবিত করে। এই সবের বেশির ভাগই উদ্যোক্তার নিয়ন্ত্রনে থাকে না।
তাই অনেক সময় সাফল্য পরিশ্রম, অর্থ আর দক্ষতার উপর নির্ভর করে না। ব্যবসা মানে রিক্স। এই রিক্সকে আগে থেকে কমিয়ে আনার বিষয় সচেস্ট হলে সফল না হলেও ক্ষতি একেবারে কমিয়ে ফেলা যায়। আমার মতে বাংলাদেশী মানুষের একটা বড় সমস্যা হলো যৌথ উদ্যোগে ব্যবসা করা। আমরা সেটা জানি না। পারি না।
কেউ কাউকে বিশ্বাস করে না। আর বিশ্বাস করলে অবিশ্বাস করার মতো ঘটনা সে ঘটাবেই। এটা সাইকোলজিক্যাল, কালচারাল আর সোসিও ইকোনোমিক্যাল সমস্যা। ব্যবসার জন্য বড় ধরনের দুর্বলতা। এই দুর্বলতাকে সক্ষমতায় রূপান্তর করতে পারলে ব্যবসার যে করুনদশা শুনি আমার মতে অনেক অংশই কমে যাওয়ার কথা। যাবেও।
আমি অনেক গুলো কারনেই যৌথ অংশীদারে ব্যবসা করার বিষয়ে সবাইকে সিরিয়াসলি চিন্তা করতে বলবো ।
কারন গুলো কিছু কিছু গত কালের আলোচনায় আমি বলেছি। যারা উপস্থিত ছিল তারা নিশ্চয় সেই গুলো জানে। আরও কিছু পয়েন্ট আছে। সময় করে লিখবো। কারন আমি বিশ্বাস করি কয়েকজনের সম্মিলিত শক্তি এখন অনেকটাই অত্যাবশকীয়।