June 7, 2021
এসইওর অনেক টিউটোরিয়াল দেখেছি। নানা রকমের টোটকা পদ্ধতি দেখেছি। কিন্তু প্রায়গিকের কোর্স করে মনে হচ্ছে আসলেই একটি জিনিস শিখলাম যা সারাজীবন কাজে লাগবে। যেখানেই চাকুরী বা ব্যাবসা করি এর প্রভাব আমার সব কাজেই পড়বে। পুরা ফ্যাটলেস টিউটোরিয়াল। কোন অপ্রয়োজনীয় কথা নেই। ভিডিও গুলো ছোট ছোট কিন্তু ভ্যালু ছিল অনেক বেশি। ব্রেইনস্ট্রমিং অটোম্যাটিক শুরু হয়ে যায়। এটা বুঝলাম ভ্যালুয়েবল কন্টেন্ট প্রডিউস করে প্রপারলি আউটরিচ করে লিংক পাওয়া সহজ। এবং সেটা প্রচুর সংখ্যক।