সবে মাত্র ভিডিও গুলো দেখা শেষ করেছি। তাতেই বুঝতে পারলাম যে আবারো অনেক বার দেখতে হবে ভিডিও গুলো এবং যে নিখুত ব্যাপার গুলো সহজ ভাবে বোঝানো হয়েছে সেই মোতাবেক কাজ করে যেতে হবে। নিঃসন্দেহে এই কোর্স আপনাকে প্রচলিত লিঙ্ক বিল্ডিং এর সব ধারনা থেকে বের করে নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। যারা ওয়ার্ল্ড ক্লাস লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট হতে চায়, তাদের কে আমি এই কোর্স টি অবশ্যই রেকমেন্ড করবো। কারন এতে মার্কেটপ্লেস, ক্যারিয়ার সেটআপ, কিভাবে সার্ভিস সেল করবেন এবং আরও নানান বিষয়ে লেসন দেয়া আছে। সুতরাং এটি নিঃসন্দেহে আপনার জন্য একটি উত্তম কোর্স হবে যদি আপনি একজন ভাল মানের লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট হতে চান।
আমি এই কোর্স টি অবশ্যই রেকমেন্ড করবো
June 7, 2021