June 7, 2021
অবশ্যই রিকোমেন্ড করবো। এখানে কোর্স করার পর যতটুকু বুঝলাম এই কোর্স করতে হলেও একটা যোগ্যতা দরকার। একবার দেখা শেষ করেছি আবার করবো নোট করে করে। এমন ভিডিও আসে ১০ বারের উপরে দেখেছি বুঝার জন্য সেগুলো নিয়ে প্রচুর রিসার্চ করতে হবে। কেউ যদি মনে করে এখানে মুখে তুলে খাওয়ায় দিবে এরকম কোর্স এটা না যে ভিডিও দেখলেন আর হয়ে গেলো। সামনের মাসে লিংকেবল কন্টেন্ট রিসার্চ করে প্রেক্টিকাল স্কাইস্ক্রেপার মেথডে কাজ করার চেষ্টা করবো প্রথম লিঙ্কবিল্ডিং। চেষ্টা করবো সেই রেজাল্ট ও আপনাদের সাথে শেয়ার করার।