লিঙ্ক তৈরি করলেন, কিছু অনপেইজ এসইও করলেন, ইন্টারনাল কিছু লিঙ্ক তৈরি করলেন, এক্সটার্নাল কিছু লিঙ্ক করলেন। তারপরও দেখা যায় আপনার সাইট ভালো করছেন না তার কারন হতে পারে টেকনিক্যাল এসইও।
একটা সাইট প্রথমতঃ টেকনিক্যালি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হতে হবে। ক্রলিং, ইণ্ডেক্সিং রিলেটেড ইস্যু থাকলে সেটা কখনই টপ রেজাল্ট আশা করা যায় না।
আপনারা যারা সাইটের সাথে জড়িত তা সেটা বিজনেস সাইট হোক আর ব্লগ কিংবা এফিলিয়েট হোক আপনাদেরকে অবশ্যয় টেকনিক্যাল এসইও কে গুরুত্ব সহকারে নিতে হবে।
কারন …
পুরানো কোন সাইটের এসইও শুরু হয় অডিট দিয়ে। অনেক ধরনের অডিটের মধ্যে টেকনিক্যাল এসইও অডিট একটা। টেকনিক্যাল এসইও অডিট করার স্কিল বেশ ভ্যালুয়েবল একটা স্কিল।
এছাড়া যারা ভালো করতে চাইবে অথবা টিকে থাকতে চাইবে তাদের এই স্কিল ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
নিচের বিষয় গুলোতে সমস্যা থাকলে যে কোন সাইটের র্যাঙ্কিং সাফার করবে।
- Canonical Tag Misformation
- HTTPS Migration Errors
- Redirect Chains
- Links Hidden in JavaScript
- Competitor monitoring/analysis
- Broken Internal URLs
- Orphaned Content
- Poor Internal Linking
- Overly Dynamic URLs
- Slow Page Speed
- URLs Available Under Multiple Protocols
- Robots.txt Blockages
- Outdated XML Sitemaps
- Misuse of Noindex Tags
- Link Equity Sculpting
- Non-Descriptive Anchor Text
- Wasted Crawl Budget
- Prev-Next Tags Without Crawlable Links
প্রথম কথা হলো এই বিষয় গুলো কি কিভাবে ফিক্স করতে হয় তা জানা খুবই গুরুত্বপুর্ণ। কোন সাইটের এই ধরনের প্রবলেম থাকলে তার ম্যানুয়্যালি রিপোট তৈরি করা প্রায় অসম্ভব।
এই জন্য আপনার এসইও টুলস ব্যবহার করতে হবে। যেসব টুলস এই সব ক্ষেত্রে সাহায্য করতে পারে:
- moz.com
- ahrefs.com
deepcrawl .com- oncrawl.com