অনলাইন বিজনেসকে কেন্দ্র করে প্রচুর স্টার্টআপ আছে যেই গুলো মার্কেটাররা তৈরি করেছে। এসইও, টুইটার, ফেসবুক কেন্দ্রিক অনেক টেকনলোজী কোম্পানি আছে।
লরা মার্কেটার। সোশ্যাল মিডিয়া শিডিউলার সফটওয়্যার মিটগার তার একটা স্টার্টআপ।লরা ছিলো মার্কেটার। ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া একাউন্ট ম্যানেজ করতো। তার আলাদা একটা সোশ্যাল মিডিয়া সিডিউলার দরকার হয়ে পড়ল। সে দেখলো তার মতো অনেক মার্কেটারের একই রকমের একটা টুলস দরকার। তার এই আইডিয়া থেকেই সে মিটগার তৈরি করলো।
চমৎকার একটা বিষয় হলো এই স্টার্টআপের চালুর আগে সে প্রায় ১০ মিলিয়ন ফান্ড রেইজ করেছিলো।
আমাদের গ্লোবালি যেমন সুযোগ আছে ঠিক তেমনি দেশীয় বাজারের জন্যও অনেক সুযোগ আছে। মানে টুলস, এসপস, প্লাগিন, সাস এপ্লিকেশন তৈরি করার।
সমস্যা হলো কিভাবে এই স্টার্টআপ তৈরি করা যায় তা নিয়ে আমাদের এখানে খুব বেশি আলোচনা হয় না। ওয়েবেও পযার্প্ত কনটেণ্ট বাংলায় পাওয়া যায় না।
আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের দেশের অধিকাংশ অনলাইন প্রফেশনালদের অভিজ্ঞতা এখন ৫+ হয়েছে। অনেকের ১০ বছরের কাছাকাছি।
মার্কেট ও স্কিল সম্পর্কে তাদের যথেস্ট নলেজ আছে।
নিজের কথা যদি বলি এটা অনেক আগেই আমি ভেবেছি যে শুরুতেই যা করেছি এখনো তা করার মানে হয় না। শুরুতে আমার নলেজ ছিলো না, অভিজ্ঞতা ছিলো না। অনেকটা আন্দাজেই এই ইণ্ড্রস্ট্রিতে ঢুকা।
এখন অনেক কিছু জানি। কি কিভাবে কাজ করে তা বুঝি। এখন এমন একটা স্টেপ নিতে হবে যা আগামী ১০ এমন কি তার বেশি বছর ধরে আমি করতে পারবো। যাতে আমি প্রতিনিয়ত রিইনভেস্ট করতে পারবো।
আপনাদের ক্ষেত্রেও তাই। একই লেভেলে আটকে না থেকে আরো বিগার কিছু করার চিন্তা করতে হবে।
বিগার কিছু একা করা খুব কঠিন।
স্টার্টআপ নিয়ে পড়লে আপনারা বুঝতে পারবেন কিভাবে কয়েকজন মিলে একটা বড় অনেক বড় বিজনেস তৈরি করে।
আমার জানা মতে আমাদের এখানে প্রচুর নিশ সাইট নিয়ে চেস্টা করেছে। শিখেছে অনেক কিছু। কোর্স করেছে। ওয়ার্কসপ করেছে। ১০০ জনে হয়তো ৫-১০ জন ভালো করেছে। কিন্তু অধিকাংশই ফেইল করেছে। এই ফেইল করাটা কোন বিষয় না। ফেইল নিয়ে সবাই যেটা বলে ফেইল করা মানে ব্যর্থ না। ফেইলে বড় প্রাপ্তি লেসন।
এই লেসন ভ্যালুয়েবল এসেট। মানি মেইক করার জন্য। ক্যারিয়ার তৈরি করার জন্য।
ফেইল শুধু নিজের কারনে করে না। বাস্তবতা চেঞ্জের কারনেও করে।
এখন বাস্তবতা হলো ছোট ছোট নিশ সাইট কে কেন্দ্র করে ভালো করা কঠিন। লার্জ সাইট গুলো ভালো করছে। কারন এসইও চেঞ্জ। লার্জ সাইট তৈরি করা সময় আর অর্থের ব্যাপার। সাথে নলেজ।
একা চেস্টা না করে ৫ জন মিলে একটা সাইট করার উদ্যোগ নিলে সফল হওয়ার চান্স অনেক বেড়ে যায়।
সত্যি অর্থে কো-ফাউন্ডিং আমাদের এখানে খুবই চ্যালেঞ্জিং। কিন্তু পড়াশুনা করলে এই বিষয়ে জানা থাকলে এটি খুবই সহজ হিসাব।
এই নলেজ শুধু নিশ সাইট কেন্দ্রিক না প্রোডাক্ট অরিয়েণ্টেডও হতে পারে।
এখন চিন্তাটা চেঞ্জ করতে হবে। একা বেশি দূর কেন হয়তো কিছু দূরও যাওয়া সম্ভব না। তাই যেতে হবে একত্রে কয়েকজনকে নিয়ে।