কোর্সের ফি পাঠাতে নিজের ফরমটি পূরণ করুন। ফি পাঠাতে পারেন বিকাশ, পেপ্যাল কিংবা ব্যাংকের মাধ্যমে। যথাযথ নির্দেশনা অনুযায়ী ফরমটি পূরন করুন। এতে বিড়ম্বনা এড়াতে পারবেন।
নির্দেশনা ও সচরাচর জিজ্ঞাসার উত্তর জানতে এখানে ক্লিক করুন।
টাকা পাঠিয়ে নিচের ফরমটি পূরণ করুন
প্রশ্নোত্তর ও নির্দেশনা
নতুন কোর্স চালু করা ক্ষেত্রে আমরা প্রি-এনরোলমেণ্ট বুকিংয়ের ব্যবস্থা রাখি। সেই ক্ষেত্রে নির্দিষ্ট তারিখের মধ্যে বুকিং দিলে নির্দিষ্ট পরিমান ডিসকাউন্টের ব্যবস্থা থাকে। নির্দিষ্ট সময়ের পর সেই ডিসকাউন্টের কোন সুযোগ থাকে না। কেউ ভুল করে ফরম পূরণ করলে আমরা হয় তার ফি ফেরত দেই অথবা তার সাথে কথা বলে বিষয়টি ঠিক করে নেই।
কোর্স শুরুর আগে বাকী ফি দিয়ে নিবন্ধন সম্পূন্ন করতে হবে।
কোন কোর্সে প্রি-বুকিং চালু আছে কিনা তা ঐ কোর্সের পেইজে গিয়ে দেখতে হবে।
আমাদের বিকাশ নাম্বারটি মার্চেন্ট একাউন্ট। টাকা পাঠাতে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
- বিকাশে ৩ নং পেমেন্ট অপশনে গিয়ে মার্চেন্ট একাউন্ট নির্বাচন করুন।
- কাউন্টার নাম্বার ১ নির্বাচন করুন
- টাকার পরিমান লিখুন এবং
- নাম্বার ০১৭১৩-৪৩২৮৮১ লিখুন
- এরপর নিচের ফরমটি পূরন করুন।
পেপ্যাল আইডি sales@bdseo.com । পেমেন্ট পাঠাবার পর ট্রানজেকশনের ঘরে পেপ্যাল ট্রানজেকশনটি দিন।
হ্যা। আপনি চাইলে পুরো ফিটা দিতে পারববেন।