ব্যবসায়ী মার্ক কিউবান বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার। ছোট বেলা থেকেই ব্যবসার প্রতি মনোযোগী ছিলেন। সকুলে থাকতেই বেইসবল প্লেয়ারদের কার্ড বিক্রি করতেন। মার্ক বিলোনিয়ার ব্যবসায়ী। অনেক বড় বড় ব্যবসা তৈরি করেছেন।
চমৎকার সব সাহসী উদ্যোগ নিয়েছিলেন। টেকনোলজি, মুভি, টিভি, স্পোর্স্টস সহ নানা ইণ্ড্রাস্ট্রিতে অনেক বড় বড় ব্যবসা তৈরি করেছেন। বিলবোর্ডডট কম তার ছিল। যেটি তিনই ইয়াহুর কাছে ৬ প্লাস বিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন।
তাকে জিজ্ঞাসা করা হলো যে ব্যবসায় ব্যর্থ হওয়ার এক নাম্বার কারন কি। তিনি বললে জ্ঞান আর চেষ্টার অভাব। অসম্ভব ভাগ্যবান না হলে আপনি কখনো এমন বিজনেস পাবেন না যেখানে কোন প্রতিযোগীতা নাই।
তার মানে হলো আপনি যখন শুরু করছেন তখন এমন অনেকে আছে যারা আগে থেকে ঐ বিজনেস সম্পর্কে জানে। আপনি যদি এমন একটা বিজনেস শুরু করেন যেখানে আপনার প্রতিদ্বন্দ্বী ঐ ব্যবসা সম্পর্কে আপনার ক্লায়েন্ট সম্পর্কে বেশি জানে তাহলে আপনি অবশ্যই লস করবেনই।
সমস্যা হলো অধিকাংশ উদ্যোক্তাই এই বিষয়টি বিবেচনায় নেয় না। তারা তাদের ইণ্ড্রাস্ট্রি সম্পর্কে জানার চেষ্টা করে না। ক্লায়েন্ট সম্পর্কে জানে না।
তাদের সেটাই করতে হবে। তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি জানতে হবে আর বুঝতে হবে। এটাই হলো একই সাথে জ্ঞান আর চেষ্টা বিষয়। আপনি যদি আমার সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে আসেন আপনাকে অবশ্যয় আমার চেয়ে ভালো হতে হবে।
আমার চেয়ে বিজনেস সম্পর্কে বেশি জানতে হবে। আমি যদি আপনার চেয়ে বেশি জানি তাহলে অবশ্যয় আপনাকে বিজনেস থেকে ধাক্কা দিয়ে বের করে দিবো। এই না জানার বিষয়টি আর চেষ্টা না করাই হলো শুরুতেই উদ্যোক্তাদের ব্যর্থ হওয়ার কারন।
মার্কের কথায় আমার অনেক কিছুতে ব্যর্থ হওয়ার কারন যেমন খুঁজে পেয়েছি ঠিক তেমনি অনেকে কেন ব্যর্থ হয় সেটাও বুঝতে পারছি। সফল হতে হলে অবশ্যয় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ইন্ড্রাস্ট্রি সম্পর্কে বেশি জানতে ও চেষ্টা করতে হবে। সবার চেয়ে বেশি জানলে আর প্রতিযোগীরা যখন বিশ্রাম করবে তখন আপনি বিজনেস বাড়াতে কাজ করবেন এমন হলে উদ্যোগী আপনি হতেই পারেন।