এসইওতে ফিউচার প্রুফ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও বিজনেস তৈরি করার জন্য আপনার প্রয়োজন হোয়াইটহ্যাট ও নিরাপদ লিঙ্ক তৈরির বিশ্বমানের কম্প্রিহেন্সিভ ও গোছানো কোর্স। দীর্ঘ ১৬ বছরের অনলাইন লিঙ্ক বিল্ডিং ও এসইও বিজনেসের অভিজ্ঞতায় বিশ্বমানের লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট তৈরির লক্ষ্যে আমরা শুরু করছি হোয়াটহ্যাট লিঙ্ক বিল্ডিং মাস্টারি কোর্স। কোর্সে অংশ নিয়ে হয়ে উঠুন বিশ্বমানের লিঙ্কবিল্ডিং এক্সপার্ট। তৈরি করুন নিজের এসইও এজেন্সি অথবা ফিউচারপ্রুফ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
ওয়েটিং লিস্টে সাবস্ক্রাইব করুনযেকোন সাইটের সাফল্যের জন্য লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো কনন্টেন্ট ও ভালো লিঙ্ক প্রোফাইলের সাইট একই ধরনের দূর্বল লিঙ্কের সাইট থেকে র্যাঙ্কিয়ে অনেক বেশি সফল হবে এটা নিশ্চিত। তাই লিঙ্কের গুরুত্ব এফিলিয়েট, বিজনেস, ইকমার্স সাইট এন্ট্রেপ্রেনিয়রদের কাছে লিঙ্ক বিল্ডিংয়ের চাহিদা সব সময়। লিঙ্ক যেমন কোন একটা সাইটের সাফল্য চুড়ায় নিয়ে যেতে পারে আবার খারাপ লিঙ্ক সাইটকে সার্চ ইঞ্জিন থেকে বের করে দিতে পারে। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে, এসইও এজেন্সির এখন কেবল কোয়ালিটি লিঙ্ক বিল্ডাররেই হায়ার করে। হাইকোয়ালিটি আউটরিচ ভিত্তিক হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডারদের চাহিদা বর্তমানে যেমন আছে তেমনি ফিউচারেও থাকবে। সাধারণ থেকে গ্রেট লিঙ্ক বিল্ডারে পরিনত হতে লিঙ্ক, র্যাঙ্কিং আর গুগলের লিঙ্ক পলিসি সম্পর্কে পরিষ্কার ( ক্রিস্টাল ক্লিয়ার) ধারনা থাকতে হয়।
যারা এসইওতে দীর্ঘ ক্যারিয়ার গড়তে চায় কিংবা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে টপ ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, যাদের নিজেদের এফিলিয়েট সাইট আছে, যারা ক্লায়েন্টের সাইটের এসইও করে তাদের জন্য হোয়াইট হ্যাট ভিত্তিক ফিউচারপ্রুফ পূর্ণাঙ্গ লিঙ্ক আউটরিচ লিঙ্ক বিল্ডিং মাস্টারি কোর্স। অধিকাংশ কোর্সে অংশগ্রহণকারীরা ভালো করে শেখার পরেও সেই স্কিলকে ভালো ভাবে সেলস করতে পারে না। এই কোর্সের অন্যতম বিশেষত্ত্ব হলো শুরুতেই মার্কেট, মার্কেটিং, সেলস, ফ্রিল্যান্সিং ও এসইও এজেন্সি তৈরির গুরুত্বপূর্ণ বিষয় গুলো শেখানো হবে। প্রত্যকেই কোর্স অনুসরণ করে নিজ নিজ ব্লুপ্রিন্ট তৈরি করবে।
এই কোর্সের অন্যতম প্রধান বিশেষত্ত্ব হলো মনেটাইজেশন প্রথম। বিভিন্ন ধরনের কোর্সে অংশ গ্রহণ করে খুব ভাল করে শেখার পরও অংশগ্রহণকারীরা পরবত্তীতে সফল হতে পারে না ঐ স্কিল কিভাবে সেল করবে বা ঐ স্কিলের সম্ভাবনা ঠিক কতটুকু আর কিভাবে তা করতে হবে সেই বিষয়ে পরিকল্পনা তৈরির অভাবে।এই কোর্স শুরুতেই সেই সম্ভাবনা সম্পর্কে একটা পরিস্কার ধারনা তৈরি করবে, মার্কেটপ্লেসে, জবে, কিংবা নিজের এসইও এজেন্সি তৈরি করে কিভাবে ক্লায়েন্ট পাবে তা নিয়ে একটা প্রত্যেক অংশগ্রহণকারী একটা ব্লুপ্রিন্ট তৈরি করবে।
জব রেডি ও ফিওচারপ্রুফ লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজিতে প্রশিক্ষন দেয়া যাতে অংশগ্রহণকারীরা বিশ্বমানের লিঙ্ক বিল্ডিং এসইও প্রফেশনাল হতে পারে। স্কিল, মার্কেট, সম্ভাবনা ও করণীয় নিয়ে ব্লুপ্রিন্ট প্রস্তুত করতে সক্ষম করে তোলা। প্রশিক্ষনার্থীরা নিজের অথবা ক্লায়েন্টের এফিলিয়েট, বিজনেস কিংবা ইকমার্স সাইটের জন্য হাইকোয়ালিটি ও সেইফ লিঙ্ক তৈরি করতে সক্ষম করে তোলা।
ছোট, মাঝারি, কিংবা এন্ট্রেপ্রাইজ সাইটের ধরন অনুযায়ী ক্যাম্পেইন স্ট্রাটেজি তৈরি করতে শিখুন। মার্কেটপ্লেসে ও নিজের মার্কেট তৈরি করে স্টাবল ও লাভজনক ফ্রিল্যান্স ক্যারিয়ার কিংবা এসইও এজেন্সি তৈরি করুন।আউটরিচ বেইজড লিঙ্ক বিল্ডিংয়ে বিশ্বমানের এক্সাপার্ট হয়ে ফিউচারপ্রুফ স্কিল ও ক্যারিয়ার তৈরি করুন।
হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডাররের চাহিদা বাড়ছেই। লিঙ্ক, গুগল র্যাঙ্কিং এলগরিদম , ও র্যাঙ্কিং বাড়াতে সাইটের ধরন অনুযায়ী লিঙ্ক স্ট্রাটেজি তৈরি ও আউটরিচ বেইজড লিঙ্ক তৈরি করতে শিখে নিজেকে ফ্রিল্যান্স মার্কেট, জব রেডি হিসাবে তৈরি করুন। শুরু করুন নিজের এসইও এজেন্সি।
বিশ্বমানের হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডাররের চাহিদা বাড়ছেই। লিঙ্ক, গুগল র্যাঙ্কিং এলগরিদম , ও র্যাঙ্কিং বাড়াতে সাইটের ধরন অনুযায়ী লিঙ্ক স্ট্রাটেজি তৈরি ও আউটরিচ বেইজড লিঙ্ক তৈরি করতে শিখে নিজেকে ফ্রিল্যান্স মার্কেট, জব রেডি হিসাবে তৈরি করুন। শুরু করুন নিজের এসইও এজেন্সি।
যাদের জ্ঞান,দক্ষতা ও মান বিশ্বমানের তারা কখনই ক্লায়েন্টের ঘাটতিতে পরবে না নিজের প্রজেক্টে ফেইল করবে না। খুবই ভাল সাফল্যের জন্য প্রয়োজন হবে মার্কেটিং প্রসেস। আমাদের কোর্স তৈরি করা হয়েছে বিশ্বমানের এসইও লিঙ্ক বিল্ডার ও এসইও বিজনেস তৈরির সুস্পষ্ট ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। কোর্সে অংশ নিয়ে নিজকে বিশ্বমানের লিঙ্ক বিল্ডার হিসাবে ফিল্যান্স মার্কেট কিংবা জবে প্রতিষ্ঠিত করুন। শিখুন কিভাবে নিজের এসইও এজেন্সি তৈরি করতে হবে, মার্কেটিং করতে হবে আর গ্রোথ প্লান করতে হবে।
লিঙ্ক বিল্ডিংয়ের মৌলিক ও এডভান্স বিষয় গুলোর সাথে স্কিল মনেটাইজেশনের বিষয়টি যুক্ত করা হয়েছে যাতে করে কোর স্কিল শেখার সাথে আয়ের বিষয়টি নিশ্চত হয়।
কোথা থেকে আয় করা যাবে, কিভাবে করা যাবে, কি কি লাগবে এই সব নিয়ে সুযোগ ও সম্ভাবনার উপর ভিত্তি করে ফিউচার প্রুফ ক্যারিয়ার ও বিজনেস প্ল্যান তৈরি করুন। এই ব্লুপ্রিন্ট আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
লিঙ্ক, লিঙ্ক প্রোফাইল, ও র্যাঙ্কিংয়ের সাথে সম্পর্ক, বিভিন্ন ধরনের লিঙ্ক বিল্ডিং মেথড, ভাল খারাপ লিঙ্ক চিনতে শিখুন। লিঙ্ক সম্পর্কে গুগলের পলিসি ও ফিউচারে কেমন ধরনের লিঙ্ক বিল্ডিং স্কিল জানলে টপ ও হাই পেয়িং ক্লায়েন্ট পাওয়া যাবে জেনে নিন। শিখে নিন সাইটের ধরন অনুয়ায়ী কেমন লিঙ্ক তৈরি করতে হবে। জটিল ও গুরুত্বপূর্ণ কনচেপ্টের সহজ ও সাবলীল ভাবে শিখুন নিজেকে তৈরি করুন বিশ্বমানের সেরা লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট হিসাবে।
ধাপ, প্রসেস, টুলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, শ্নাইপার ও শর্টগান আউটরিচ ও সিটূয়েশনভেদে এপ্লিকেশন ও অন্যান্য মৌলিক বিষয়গুলো শিখে নিন। লিঙ্ক বিল্ডিং ছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের অন্য স্ট্রাটেজি যেমন কোল্ড সেলস আউটরিচ, ইনফ্লুয়েশনাল মার্কেটিং, প্রডাক্ট প্রমোশনে আউটরিচ স্কিল ব্যবহার শিখে প্রসারিত করুন ক্যারিয়ার সম্ভাবনা। শিখে নিন নানা রেসপন্স রেট বাড়ানোর ও নেগেটিভ রিপ্লাই হ্যান্ডল করার স্পেশাল কৌশল।
কম্পিটিশন লিঙ্ক বিল্ডিং, কনটেণ্ট আউটরিচ, লিঙ্ক আউটরিচ, স্কাইস্ক্রেপার লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্ট ( সেইফ) স্টেপ বাই স্টেপ শিখুন। আউটরিচের ভিত্তিক যে কোন লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজির জন্য প্রসেস ও ফ্রেমওয়ার্ক নিজেই তৈরি করুন । যে কোন ধরনের লিঙ্ক বিল্ডিং প্রজেক্ট সাফল্যের সাথে সহজেই করা শিখুন। লিঙ্কাবেল এসেট তৈরি করতে শিখুন। ক্লায়েন্ট না নিজের সাইটটের লিঙ্ক বিল্ডিং স্কোপ অডিট করতে শিখুন। আউটরিচের জন্য সাইট ও কনটেণ্ট প্রস্তুত করতে শিখুন। লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইনের জন্য ক্লায়েন্টকে ফাইনাশিয়াল ও টেকনিক্যাল প্রস্তাব তৈরি করা শিখুন।
১৬+ বছরের লিঙ্ক বিল্ডিং অভিজ্ঞতা সম্পন্ন এস্কপার্টদের কাছ থেকে শিখুন যারা প্রতিদিনই হোয়াইট হ্যাট পদ্ধতি লিঙ্ক তৈরি করে
আবুল কাশেম
এসইও এন্ট্রেপ্রেনিয়র
সিইও, হায়ারু/আপর্যাঙ্কলি
লিঙ্ক বিল্ডিং ভিত্তিক অনলাইন বিজনেস এন্ট্রেপ্রেনিয়র। গত ১৬ বছর ধরে স্পেশালাইড লিঙ্ক বিল্ডিং কোম্পানি হিসাবে আমার নেতৃত্বে আমার কোম্পানী অনলাইন বিজনেসের জন্য লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন পরিকল্পনা ও পরিচালনা করে থাকে। বিগত বছর গুলোতে ব্যাকলিঙ্ক ভিত্তিক এসইও বিজনেস পরিচালনার কারনে গুগল পলিসি, এসইও মার্কেট, এসইও বিজনেস, লিঙ্ক বিল্ডিংয়ে বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে স্পস্ট ধারনা ও গভীর জ্ঞান তৈরি হয়েছে। এসইওতে বিজনেস, ও ক্যারিয়ার তৈরির সুযোগ আর সম্ভাবনার বিষয়টি আমার কাছে সুস্পষ্ট। এসইও ক্যারিয়ার ও আউটরিচ ভিত্তিক লিঙ্ক বিল্ডারদেরই বর্তমান চাহিদা ও আর ভবিষ্যতেও চাহিদা থাকবে তাই বিশ্ব মানের সফল আউটরিচ লিঙ্ক বিল্ডিং এসইও এক্সপার্ট তৈরি করার একটা লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। লিংক বিল্ডিং নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরো পড়তে এখানে ক্লিক করুন।
ব্যাক্তিগত ওয়েবসাইট: AbulKashem.com
আবদুল্লাহ আল মামুন
প্রজেক্ট ম্যানেজার
অভিজ্ঞতাঃ ১৫+ এসইও/লিঙ্ক বিল্ডিং
মাহবুবুল আহসান
প্রজেক্ট ম্যানেজার ( এসইও)
অভিজ্ঞতাঃ ১৫+ লিঙ্ক বিল্ডিং প্রজেক্ট
শহিদুল আলম
আউটরিচ লিঙ্ক বিল্ডার
অভিজ্ঞতাঃ ১+ লিঙ্ক বিল্ডিং প্রজেক্ট
রেকর্ডেড কোর্স
লিঙ্ক ফাউণ্ডেশন, আউটরিচ কোর, আউটরিচ লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজি
কোর্স ফিঃ ১৭ হাজার টাকা
এনরোল করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
সাহায্যের প্রয়োজনে কল করুন ০১৭১৩ ৪৩২ ৮৮০