নিজের কিংবা ক্লায়েন্টের সাইটের জন্য হাই-কোয়ালিটি লিঙ্ক তৈরি করুন।
টার্গেটেড কিওয়ার্ড আর হাই কোয়ালিটি কনটেণ্ট হলো এসইওয়ের অর্ধেক। বাকীটা হলো লিঙ্ক। রিলেভেন্ট সোর্স হতে যত বেশি লিঙ্ক পাওয়া যায় তত বেশি থাকে র্যাঙ্কিংয়ের সম্ভাবনা। সহজ কিওয়ার্ড, হাই কোয়ালিটি কনটেণ্ট, অনপেইজ এসইওয়ের পরও আপনার সাইট র্যাঙ্ক না করার কারন লিঙ্ক না থাকা। আপনি নিশ্চয় শুনেছেন অনেক এক্সপার্টদের মতে লিঙ্কই হলো ১ নং র্যাঙ্কিং ফ্যাক্টর। ফাস্ট পেইজে র্যাঙ্ক করার জন্য প্রয়োজন অনেক অনেক ভালো মানের লিঙ্ক।
লিঙ্ক তৈরি সহজ কাজ নয়। লিঙ্ক তৈরি করা শিখতে হয়। ইতিবাচক প্রভাব রাখে এমন লিঙ্ক ও ক্ষতিকারক লিঙ্ক চিহ্নিত করতে শিখতে হয়, লিঙ্ক তৈরি করার কৌশল গুলো জানতে হয়, লিঙ্ক তৈরি করার নিজস্ব প্রসেস বা সিস্টেম গড়ে তুলতে হয়। কারো তত্ত্বাবধানে না থেকে শেখার কার্ব টা অনেক দীর্ঘ। প্রচুর সময় ও অর্থ ব্যয় হয়। সুযোগ ও সম্ভাবনা নস্ট হয়।
অন্য দিকে সিস্টেমেটিক, স্টেপ বাই স্টেপ ট্রেনিং স্বল্প সময়ে আপনাকে লিঙ্ক বিল্ডিংয়ে দক্ষ করে তুলতে পারে। পাওয়ারফুল ও এডভান্স স্ট্রাটেজি ও প্রসেসে দক্ষ করে তুলে। লিঙ্ক বিল্ডিংয়ে প্রশিক্ষত প্রফেশনালরা তাদের কিংবা ক্লায়েন্টের সাইটের এসইও ক্যাম্পেইনে সফল হয়। সাইটের র্যাঙ্ক, ট্রাফিক, লিড ও সেলস বাড়াতে পারে।
দক্ষ ও সফল এসইও প্রফেশনাল ও হোয়াইট হ্যাট লিঙ্ক স্পেশালিস্ট তৈরি করার জন্য আমাদের এই হোয়াইট হ্যাট লিঙ্ক মাস্টারি কোর্স।
কোর্স শেষে অংশগ্রহণকারীদের হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং সম্পর্কে পরিস্কার ধারনা তৈরি হবে। যে কোন এসইও প্রজেক্টের জন্য হোয়াইট হ্যাট পদ্ধতিতে উচ্চমান সম্পন্ন প্রয়োজনীয় লিঙ্ক তৈরি করতে পারবে। এছাড়া ফ্রিল্যান্সার হিসাবে কিংবা নিজের এসইও সাইট থেকে এসইও সার্ভিস সেল করার কৌশল শিখবে। যাদের এফিলিয়েট সাইট আছে তারা লিঙ্ক তৈরি করে র্যাঙ্কিং বাড়িয়ে সাইটের আয় কয়েক গুন বাড়াতে পারবে।
ছোট ছোট লেসনে ভাগ করে ধারাবাহিক ভাবে ভিডিও গুলো তৈরি করা। দেখে যে কেউ অনুসরণ করতে পারবে।
প্রতিটি ভিডিওয়ের সাথে থাকছে লিখিত বর্ণনা। সম্পূরক লিঙ্ক। কোর্সটিকে ওয়ান স্টপ লিঙ্ক বিল্ডিং এডুকেশনাল সোর্স হিসাবে তৈরি করা হয়েছে।
যেই ধরনের লিঙ্ক বিল্ডিং সব সময়ের জন্য কার্যকর থাকবে এবং বর্তমানে ও ভবিষ্যতে যে স্কিলের ডিমান্ড থাকবে সেই ধরনের স্কিল গুলো নিয়ে সাজানো হয়েছে
ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার তৈরি করতে চায় এমন যে কেউ, ইন-হাউজ মার্কেটার, এফিলিয়েট মার্কেটার, ব্লগার, অনলাইন এন্ট্রেপ্রেনিয়র।
যাদেরই সাইটের অর্গানিক ট্রাফিক বাড়তে এসইওকে অনেক কার্যকর করার হাই কোয়ালিটি ও রিলেভেন্ট লিঙ্ক প্রয়োজন তাদের সবাকে এই কোর্স সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। অংশগ্রহনকারীরা হোয়াইট হ্যাট স্ট্রাটেজিতে প্রচুর পরিমানে পাওয়ারফুল ও রিলেভেন্ট লিঙ্ক তৈরি করতে পারবে। খারাপ ও ভালো লিঙ্ক সহজেই চিহ্নিত করতে পারবে।
ইনহাউজ এসইও এক্সপার্ট হলে আপনার কোম্পানীর সাইটের র্যাঙ্কিং অনেকগুণ বাড়াতে পারবেন। আপনি জানবেন ঠিক কেমন লিঙ্ক হলে আপনার সাইটের পেইজ গুলোর র্যাঙ্কিং বাড়বে, কোথা থেকে সেই লিঙ্ক পাওয়া যাবে আর কিভাবে সেটা করা যাবে। আপনার লিঙ্ক স্ট্রাটেজি ও কনটেণ্ট স্ট্রাটেজি কি হওয়া উচিত পুরো বিষয়টা স্পস্ট হবে।
ইনহাউজ এসইও এক্সপার্ট হলে আপনার কোম্পানীর সাইটের র্যাঙ্কিং অনেকগুণ বাড়াতে পারবেন। আপনি জানবেন ঠিক কেমন লিঙ্ক হলে আপনার সাইটের পেইজ গুলোর র্যাঙ্কিং বাড়বে, কোথা থেকে সেই লিঙ্ক পাওয়া যাবে আর কিভাবে সেটা করা যাবে। আপনার লিঙ্ক স্ট্রাটেজি ও কনটেণ্ট স্ট্রাটেজি কি হওয়া উচিত পুরো বিষয়টা স্পস্ট হবে।
এই কোর্সে শেখানো কৌশল সব সময় কাজে লাগবে। এলগরিদম চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার ক্যারিয়ার হুমকির মূখে পড়বে না। আপনি ভালো রেটে বেটার সার্ভিস অফার করতে পারবেন। আয়, সম্মান আর আত্নবিশ্বাস বাড়বে কয়েক গুণ। ক্লায়েন্টকে পারফেক্ট পিচ করতে পারবেন , কাভাল লেটার লিখতে পারবেন। নিজের এসইও বিজনেস সাইট তৈরি করতে পারবেন।
হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং কোর কনচেপ্ট থেকে শুরু করে, পাওয়ারফুল আর কার্যকর হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং মেথড গুলো নিয়ে হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং মাস্টারি কোর্সটি সাজানো হয়েছে।
লেসনঃ
লেসনঃ
লেসনঃ
লেসনঃ
লেসনঃ
লেসনঃ
এসইও ও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন ২০০৩ সাল থেকে। তার এসইও এজেন্সি থেকে ৩০০০ এর অধিক সাইটের জন্য এসইও সার্ভিস দেয়া হয়েছে। দীর্ঘ ১৫ বছর+ বিভিন্ন অনলাইন প্রজেক্টে কাজ করে অর্জন করেন ইণ্ড্রাস্ট্রি সম্পর্কে গভীর নলেজ। নিজে যেমন নানা কনফারেন্স, সেমিনার, ওয়ার্কসপ, বুটক্যাম্প আয়োজন করেছেন ঠিক তেমনি অন্যদের সেমিনার, ও কনফারেন্সে নিয়মিত অনলাইন বিজনেস, ক্যারিয়ার সহ নানা বিষয়ে কিনোট স্পিচ দিয়ে থাকেন। বেসিসের ডিজিটাল মার্কেটিং স্ট্রান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন পর পর তিন বার। পছন্দ করেন নতুন প্রফেশনালদের সাথে নলেজ শেয়ার করতে ও গাইড দিতে।
৭০% ডিসকাউন্টে নিবন্ধন করুন ( ১০ জুলাই পর্যন্ত)
২০০৬ সাল থেকেই আমরা স্পেশালাইজড লিঙ্ক বিল্ডিং এজেন্সি পরিচালনা করে আসছি। দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করতে গিয়ে আমরা যেমন ইন্ড্রাস্ট্রি ইনসাইট সম্পর্কে জানি ঠিক তেমনি লিঙ্ক বিষয়ে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিশ্বমানের। আমরা লিঙ্ক বিষয়ে সম্ভবত বাংলাদেশের সবচাইতে দক্ষ ও অভিজ্ঞ কোম্পানী। শুরুতেই আমরা ওয়েবমার্কেটরিপোর্ট নামে একটি ডোমেইন থেকে আমাদের লিঙ্ক বিল্ডিং সার্ভিস দিয়েছি। এরপর ২০০৮ সাল থেকে রিব্রান্ডিং করে উইবিল্ডলিঙ্ক করি। উইবিল্ডলিঙ্ক রিব্রান্ডিং করে আমরা আপর্যাঙ্কলি তৈরি করি। ধারাবাহিক ভাবে এই সাইট গুলো থেকে আমরা ৩০০০ এর অধিক সাইটের জন্য লিঙ্ক বিল্ডিং সার্ভিস দিয়েছি।
আমরা কোর্সটি আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করেছি। স্টেপ বাই স্টেপ ভিডিও, সহজ ভাষায় থিউরি ও কনচেপ্ট গুলোর ব্যাখ্যা আর ভালো ফলাফলের জন্য টিপস এন্ড ট্রিক্স গুলো থাকছে কোর্সে। একদিকে যাতে খুব ভালো ভাবে শিখতে পারে যেমন খেয়াল রেখেছি ঠিক অন্যদিকে শেখানো স্কিল জেনো একটা লং টার্ম ক্যারিয়ার দেয় সেই বিষয়টিও বিবেচনায় নিয়েছি।
আমরা এর আগে কয়েকটি কোর্স ও বুটক্যাম্প পরিচালনা করেছি। তাতে অংশগ্রহণকারীদের সাফল্য ও মন্তব্য এই সেকটরে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার প্রমান দেয়।
২৫ জুলাই ২০১৯ তারিখ থেকে। কোন কারনে তারিখ আগালে বা পেছালে আপনাকে জানিয়ে দেয়া হবে
হ্যা। এই কোর্সে অংশগ্রহণকারিদের প্রাইভেট ক্লোজড গ্রপে যুক্ত করা হবে।
হ্যা পেপ্যালে পে করতে পারবেন। আমাদের পেপ্যাল একাউন্ট sales@bdseo.com। আপনি যে পরিমান টাকা পাঠাবেন তা ডলারে কনভার্ট করে পাঠিয়ে দিন। রেট গুগল করে বা বাংলাদেশের কারো সাথে কথা বলে জেনে নিন।
হ্যাঁ। প্রি-বুকিং চলাকালে নির্দিস্ট তারিখের মধ্যে বুকিংয়ের জন্য যে ফি তার থেকে ২০০০ টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে। প্রি-বুকিং কিংবা কোন ডিসকাউন্ট না থাকলে ৫০% ডিসকাউন্টে নিবন্ধন করা যাবে।