আর্টিকেল রাইটার হয়ে ওঠার শেষ ধাপ?
ধরে নেয়া যাক আমরা অনেক কষ্টে মোটামুটি লিখতে অভ্যস্ত হয়ে গেছি। অ্যামেরিকান নেটিভ টোনও কিছুটা বুঝতে ও লিখতে পারছি অনেক ভিডিও দেখে, অডিও শুনে, ব্লগ পড়ে এবং বিশেষ করে মেমরাইজ এ নেটিভ টোন আসবে এমন সব কোর্স করে।
এখন শেষ জরুরী ধাপটা বাকী।
একটা সে-ই মানের সফটওয়্যার দরকার যেটা-
- পুরো আরটিকেলকে একবারে অ্যানালাইজ করবে
- সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করবে
- ফ্রেজের কনটেক্সট ঠিক করবে
- আর্টিকেলজুড়ে কোন্ ফ্রেজ, শব্দ, বাক্য বেশি ব্যবহার হয়েছে তা বলবে
- সেই ফ্রেজ/ বাক্য/ শব্দ’র বদলে কী দেয়া যায় সেটা বলবে
- বুঝতে কষ্ট হয় এমন বাক্যগুলোকে চিহ্নিত করবে এবং সেগুলোর বিকল্প বলবে
- ক্লিশে ফ্রেজ, বাক্য ও শব্দকে চিহ্নিত করবে এবং সেটার বিকল্প বলবে (ক্লিশে হল, অতি ব্যবহারে যেগুলো গুরুত্বহীন হয়ে গেছে)
- পুরনোধাঁচের বাতিল শব্দের বদলে নতুন ধাঁচের শব্দ ঠিক করে দিবে
- যথা সম্ভব সিনোনিম, বাগধারা ও ফ্রেজাল ভার্ব সাজেস্ট করবে
- আমার ভুলগুলোকে ট্র্যাক করবে এবং সেটা নিয়ে প্র্যাকটিস করার সুযোগ দিবে।
বাজারে এই ধরনের কিছু সফটওয়্যার আছে। যেমনঃ
- গ্রামারলি – মূলত নেটিভদের টারগেট করে বানানো
- জিনজার সফটওয়্যার (নন-নেটিভদের টারগেট করে বানানো
- প্রোরাইটিং এইড (অনেক অনেক আরটিকেলের জন্য ব্যবহার করা বেশ কঠিন এবং কষ্টসাধ্য, ইউজার ফ্রেন্ডলি নয়)
এরাই হল সেরা, এদের ধারকাছে কেউ নাই।
এই তিনটি সফটওয়্যারই ফ্রিতে পাওয়া যায়। ফ্রিতে অনেক কিছু থাকে। মানুষ টাকা বাঁচাতে গিয়ে মূলতঃ ফ্রিটাই ব্যবহার করে। ওতেই তুষ্ট থাকে।
গ্রামারলি’র ফ্রি তে যে সুবিধা আছে তা সবচে কম। তারচে একটু বেশি দেয় জিনজার।
আর সবচে বেশি দেয় প্রোরাইটিং এইড। ৫০০ ওয়ার্ড পর্যন্ত প্রিমিয়ামের সব সুবিধাই দেয়।
অনুসিদ্ধান্তে এলাম,
একজন রাইটার কখনোই ফ্রি তে তুষ্ট থাকলে এগুতে পারবে না। যেটাই কেনার, অন্তত ১ বছরের জন্য কেনা উচিত। এখন ৫০-১৫০ ডলার বাঁচাতে গিয়ে হয়তো মিলিয়ন ডলারের তলায় পড়বে। কারণ একজন রাইটারের পক্ষে মিলিয়ন ডলারে চলে যাওয়াটা অলেখক অ্যাফিলিয়েট উদ্যোক্তার চেয়ে অনেক সহজ। এখানে ইনভেস্টমেন্ট যেহেতু নিজের সময় ও মেধা, তাই সম্ভাব্য প্রবৃদ্ধির কোন সীমাবদ্ধতা নেই।
সুবিধা-অসুবিধা
গ্রামারলি
১. অসম্ভব সহজ ইন্টারফেস।
২. যেমনটা বললাম, মূলত নেটিভদের দিকে তাদের খেয়াল।
৩. সেন্টেন্স রিকন্সট্রাকশনে যতদূর বুঝলাম জিনজার থেকে পিছিয়ে আছে।
৪. বছরের চার্জ ১৪০ ডলার।
৫. ভুল থেকে শেখানোর বিষয় আছে কিনা তা নিশ্চিত বলতে পারছি না। সম্ভবত নেই।
জিনজার
১. অনেক সহজ ইন্টারফেস। গ্রামারলির চেয়ে ৫% পিছিয়ে আছে।
২. নন-নেটিভদের জন্য অনেক বেশি সাপোর্টিভ।
৩. যে কোন সফটওয়্যারের চেয়ে সেন্টেন্স রিকন্সট্রাকশনে এগিয়ে আছে।
৪. বছরে চার্জ ৯০ থেকে ১৫০ ডলারের মত। এই আগামী দু চারদিন থাকবে ৬০ ডলার।
৫. ভুল থেকে শেখানোর জন্য অসাম ইন্টারফেস।
প্রোরাইটিং এইড
১. বারবার বড় ফাইল নিয়ে কাজ করতে গেলে চোখ ও মনের উপর প্রচন্ড চাপ পড়বে। অতি বেশি লেখা ঠিক করতে গেলে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে।
২. অকারণে এত বেশি অপশন দেয়, যে নন-নেটিভরা সুবিধা পাবার বদলে তালগোল পাকিয়ে ফেলবে। ইংরেজির সহজপাচ্য লটপটি।
৩. গ্রামারলি ও জিনজারের চেয়ে সেন্টেন্স রিকনস্ট্রাকশনে অনেক পিছিয়ে আছে।
৪. তবে স্ট্যাটস ও চার্টস এর দিক দিয়ে এগিয়ে আছে।
৫. অপশনের আধিক্য অভ্যস্ত ইউজারের জন্য অনেক ভাল ও সুবিধাজনক লাগতে পারে, কিন্তু সেটা ইংরেজিতে অতিদক্ষ হবার পর।
৬. প্রাইস সাধারণত ৬০ ডলার বছরে। তবে ২০%-৪০% ছাড়ের কুপন/অ্যাফিলিয়েট লিংক পাওয়া যায়।
তাহলে কী করা উচিত আমাদের?
১. অবশ্যই একটা প্রিমিয়াম ব্যবহার করা উচিত অন্তত এক বছরের জন্য।
২. নিতান্তই অসম্ভব হলে একই আরটিকেল ফ্রি গ্রামারলি ইন্টারফেস এ পুরোটা একসাথে, ফ্রি জিনজার ইন্টারফেস এ পুরোটা একসাথে ও সবশেষে ফ্রি প্রোরাইটিং এইডে ৪০০ ওয়ার্ড করে কপি করে করে এডিট করে অভ্যস্ত হওয়া উচিত।
৩. আমি মনে করি ১৪০ ডলার বিষয় না, কিন্তু গ্রামারলির চেয়ে জিনজার ৬০/৯০ ডলার হলেও সেটা বেশি হেল্পফুল। গ্রামারলি যদি বেশি হেল্পফুল হতো, তাহলে সেটাই নেয়া উচিত হতো।
৪. প্রথম দুটার কোনটাই প্রিমিয়াম না কিনে প্রোরাইটিং এইড প্রিমিয়াম কেনা উচিত না। যদি দুটা প্রিমিয়াম ব্যবহার করতে ভাল লাগে, তখন দ্বিতীয় হিসাবে প্রোরাইটিং এইড কেনা যায়।
বটমলাইনঃ
আমি কিনছি জিনজার। সাথে আরো প্রায় ৪/৫ জন কিনছে।
Rakibmahmud says
this good for them who have already used to writing roughly. is there any guide who have an extreme desire on writing and want to become professional. at least a beginner guide to make a fresh start. btw its worth reading