আমরা আপনার প্রোফাইলটি এনালাইজ করতে চাই ভালো না করার সাম্ভাব্য কারন খুঁজে বের করার জন্য। সবার প্রোফাইল গুলো বিশ্লেষন করার পর সমস্যা গুলোর একটা সামারি তৈরি করে আবার কিছু প্রশ্ন করা হবে এবং হয়তো আপনার সাথে সরাসরি কথা বলবো। আপনার সমস্যা যেমনি ধরিয়ে দিবো তেমনি আপনাকে একটা গাইডলাইন দিবো।
অংশগ্রহণকারীর সংখ্যাটা অনেক বেশি হলে র্যান্ডমলি ১০-২০ জনের সাথে আলোচনা করবো। কিন্তু ক্যাটাগরি অনুযায়ী গাইডলাইন তৈরি করে প্রায়োগিকে প্রকাশ করবো। যারা অংশগ্রহণ করলে প্রায়োগিক কোন বিশেষ উদ্যোগ নিলে অংশগ্রহণকারী সবাইকে অটোমেটিক সুযোগ দেয়া হবে।