লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্ট লিঙ্ক বিল্ডিং আর গেস্ট পোস্ট সেলিং বিজনেস নিয়ে এসইও প্রফেশনালদের জন্য কোর্স। কোর্সটি তাদের জন্য যারা এসইও শিখছে, এসইও করছে, এসইও প্রফেশনাল হিসাবে কোন কোম্পানিতে চাকরি করছে, ক্লায়েন্ট বা নিজের সাইটের এসইও করেন এবং যারা গেস্ট পোস্ট লিঙ্ক সেলিং বিজনেস করতে চায়।
লিঙ্ক বা লিঙ্ক সেলিং বিজন্যাসের মার্কেট অনেক বড়। অনেক কম্পিটিশন রয়েছে বার লক্ষ লক্ষ বায়ার আছে। লিঙ্ক বিল্ডিং বা লিঙ্ক সেলিং বিজনেস মিলিয়ন ডলার বিজনেস। অনেকে মিলিয়ন ডলার আয় করছে আবার অনেকে বেশ কম্পিটিশন ফেইস করছে। অনেকে স্কিলের ওভাবে সুযোগটি নিতে পারছে না। কম্পিটিটিভ হওয়া স্বত্বেও এখনো লিঙ্ক সেলিং বিজনেস থেকে ফুল টাইম ইনকাম করা সম্ভব। প্রয়োজন হবে গেস্ট পোস্ট লিঙ্ক বিল্ডিং ও ক্লায়েন্ট একুইজেশন ও মার্কেটিং শেখা।
গেস্ট পোস্ট, লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজি হিসাবে সবচাইতে কার্যকর একটি কৌশল। অন্যান্য লিঙ্ক বিল্ডিং মেথড গুলোর হাই অথরিটি লিঙ্ক তৈরি করলে স্ক্যালেবল না। অনলাইনে লক্ষ লক্ষ ব্লগ রয়েছে। প্রয়োজন হলে প্রচুর সংখ্যায় গেস্ট পোস্ট স্ট্রাটেজির মাধ্যমে তৈরি করা সম্ভব। একজন এসইও এক্সপার্ট হিসাবে গেস্ট পোস্ট লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্ক বিল্ডিং মেথড হিসাবে গেস্ট পোষ্ট অদূর ভবিষ্যতে গুরুত্ব হারাবার সম্ভবনা নাই।
ক্লায়েন্ট বা নিজের সাইটের এসইওয়ের জন্য লিঙ্ক প্রয়োজন হবে। আর লিঙ্ক প্রয়োজন হলে গেস্ট পোস্টিংও প্রয়োজন হবে। গেস্ট পোস্টিং লিঙ্ক তৈরিতে জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে নানারকম ভাবেই গেস্ট পোষ্ট হচ্ছে। অনেক স্পামিং সাইট তৈরি হয়েছে। পিবিএন তৈরি হয়েছে। লো কোয়ালিট ব্লগ রয়েছে। এই ধরনের ব্লগ থেকে লিঙ্ক তৈরি করলে র্যাঙ্কিয়ে উন্নতির চেয়ে অবনতির সম্ভাবনা থাকে। রিলেভেন্ট, অথরিটি সম্পন্ন পোষ্ট হতে স্বাভাবিক ভাবে লিঙ্ক তৈরি করলে সেই লিঙ্ক এসইওতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই ধরনের ব্লগ খুঁজে পাওয়া কিছুটা সহজ হলে যাচাই বাছাই করে তাদের সাথে নেগোশিয়েট করা মুটামুটি একটা জটীল আর শেখার বিষয়।
যারা বিগেনেরার তাদের বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে প্রধানতম হলো প্রসপেক্টিং। কোন একটা নির্দিস্ট সাইটের লিঙ্ক তৈরির জন্য রিলেভেন্ট ব্লগ খুঁজে পাওয়ার জন্য প্রসপেক্টিং স্ট্রাটেজি তৈরি নতুনদের জন্য বেশ জটিল। তাদের বেশির ভাগই সাইট খুঁজে পায় না। সাইট খুঁজে পেলে বাকি কাজ গুলো সহজ। সাইট খুঁজের পাওয়ার বেশি কিছু পদ্ধতি শিখে নিলে সাইট খুঁজে পেতে সমস্যা হবে না। যে কোন নিশের জন্য প্রসপেক্টিং স্কিল বলা চলে সব চাইতে গুরুত্বপূর্ণ স্কিল। প্রসপেক্টিং স্কিল তৈরি হলে আলট্রা থিন নিশ থেকে ব্রড নিশ যে কোন সাইটের জন্য গেস্ট ব্লগ খুঁজে পাওয়া যাবে। কোর্সে প্রসপেক্টিং বিষয়কে একদিকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। অন্যদিকে খুব সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে।
সব লিঙ্কের মান সমান না। লিঙ্কের গুরুত্ব বাড়ে যদি কোয়ালিটি সাইট থেকে আসে। কিছু ব্লগ তৈরি হয়েছে কেবল লিঙ্ক সেল করার জন্য। এই ধরনের ব্লগ হতে লিঙ্ক খুবই নেতিবাচক রেজাল্ট নিয়ে আসবে। সাইট প্রসপেক্টিং করার পর যাচাই বাছাই করাটা বেশ স্কিলফুল একটা বিষয়। ধারাবাহিক ভাবে প্রতিটি বিষয় বিস্তারিত না জানলে আর শিখলে সব সময় গেস্ট পোষ্ট লিঙ্ক বিল্ডিং ব্যর্থ হবেই। আমরা ৩২ পয়েন্টীর একটা তালিকা তৈরি করেছি। কোর্সে এই ৩২ চেকলিস্ট ব্যবহার করে কিভাবে কোয়ালিটি সাইট বের করতে হবে সেটা শিখানো হবে।