কনভার্সন ফোকাস প্লান করে বায়িং সাইকেল অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন - ব্রান্ডিং, লিড জেনেরেশন ও সেলস বাড়াতে শিখুন
ডিজিটাল মার্কেটার হিসাবে নিজের লেভেলকে ১০এক্স আপগ্রেড করুন
- লেভেলঃ অল লেভেল
- ডেলিভারিঃ অনলাইন
- কোর্স শুরুঃ ২৫ জুন ২০১৯
- কোর্স ফিঃ ১২০০০ টাকা (রেগুলার)
ডিজিটাল মার্কেটিংয়ে কনটেণ্টের গুরুত্ব অনেকে। সফল মার্কেটাররা জানে র্টাগেট ক্লায়েন্টের সাথে অনলাইনে কানেক্ট করার সবচাইতে পাওয়ারফুল টুলস হচ্ছে কনন্টেট। ঠিক যে কনেন্টটি যে ধরনের ক্লায়েন্টের জন্য উপযোগ হবে তা নিয়ে যথা সময়ে হাজির হওয়া খুবই চ্যালেঞ্জিং। তার চেয়ে বড় কথা যথোপযুক্ত কন্টেণ্টই বা কি? বায়িং সাইকেলের ঠিক কোন ফেইজের জন্য কনটেণ্ট উপযোগী? কিভাবেই বা কনটেন্ট গুলো তৈরি হবে? এই সব চ্যালেঞ্জ অতিক্রমের উপায় হলো কনটেণ্ট স্ট্রাটেজি।
ডিজিটাল মার্কেটীংয়ের যে ভাবেই জড়িত হউন না কেন, কনটেন্ট স্ট্রাটেজি বিষয়ে আপনাকে জানতেই হবে। এই কোর্স আপনাকে কনটেণ্ট মার্কেটিংয়ে দক্ষ করে তুলবে। এই কোর্স শেষে আপনি স্ট্রাটেজিক্যালি কনটেণ্ট তৈরি করে যে কোন অনলাইন বিজনেসের ব্রান্ড বিল্ডিং, লিড জেনেরেশন, সেলস বাড়াবে এমন কনটেণ্ট তৈরির পরিকল্পনা, কনটেণ্ট তৈরি, প্রচার ও ব্যবস্থাপনা করতে পারবেন।
কাদের জন্য
এই কোর্স কনন্টেট ক্রিয়েশনের কনটেণ্ট মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ কনচেপ্ট ছাড়াও কন্টেন্ট তৈরির বিভিন্ন বিষয় নিয়ে তৈরি।কোর্সটি ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত এমন যে কাউকেই সাহায্য করবে যেমনঃ ই-কমার্স এন্ট্রেপ্রেনিয়র, এফিলিয়েট মার্কেটার, ব্লগার, এসইও প্রফেশনাল এবং যারা ডিজিটাল মার্কেটিং শিখছে।
কেন কন্টেন্ট স্ট্রাটেজি কোর্স
- কন্টেণ্ট ব্রাণ্ড রেপুটেশন তৈরি ও ক্রেতার মাঝে আস্থা তৈরি করে
- ৭৮% ক্রেতা কোন কোম্পানীকে এডের চেয়ে আর্টিকেলের মাধ্যমে পরিচিত হতে পছন্দ করে
- যে সব কোম্পানী কাস্টম কনটেন্ট তৈরি করে তাদের ক্রেতাদের মধ্যে ৭০% মনে করে কোম্পানী তাদের সাথে সম্পর্ক তৈরি করতে বেশ আগ্রহী
- পাঠক যখন কোন কোম্পানীর কনটেন্টকে দরকারী,উপকারী ও আস্থাবান মনে করে তখন তারা ঐ কোম্পানী সম্পর্কেই একই ধারনা পোষন করে
- অন্য যে কোন ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজির চেয়ে কনটেন্ট মার্কেটিংয়ে ৬ গুন বেশি কনভার্সন হয়
কোর্স কনটেন্ট
কোর্স Content
রেজিস্ট্রেশন কিভাবে করবেন
সচরাচর জিজ্ঞাসা ও উত্তর
অনেক ভাবেই করবে। এফিলিয়েট সাইট গুলোকেও একটা স্ট্রাটেজি ফলো করে মনেটাইজেশন ফোকাস কনটেণ্ট তৈরি করতে হয়। এই কোর্সটিতে কনটেণ্ট ক্রিয়েশনের কোর বিষয় গুলোর সাথে এমন বিষয় গুলো যুক্ত করা হয়েছে যা এফিলিয়েট সাইটের জন্য বহু গুন কোয়ালিট কনটেণ্ট তৈরি করতে সাহায্য করবে। এছাড়া আলাদা কিছু মডিউল আছে যে গুলো সুনিদিস্ট ভাবে এফিলিয়েট সাইটের জন্য তৈরি।
হা। অনলাইনে হবে। আপনি ১ বছর কোর্স কনটেণ্ট একসেস করতে পারবেন।
১) কনটেণ্ট রাইটারা যদি জানতে পারে কোন অবজেক্টিভের জন্য কনটেণ্ট লিখছে, যে টপিকটি নিয়ে লিখছে সেটা বায়িং সাইকেলের কোন স্টেজের জন্য লিখছে তাহলে তারা লক্ষ্য অর্জন করার ক্ষেতে অনেক যথোপযুক্ত কনটেণ্ট তৈরি করতে পারবে।
২) কনটেন্ট রাইটারদের অবশ্যয় পরের ধাপ হলো কনটেন্ট স্ট্রাটেজিস্ট কিংবা কনটেণ্ট মার্কেটিং সলিউশন দেয়া। সেই লেভেলে যাওয়ার জন্য হেল্প করবে
আপনি যদি নিজের বিজনেস কিংবা এফিলিয়েট সাইটের জন্য কিংবা যে কোন ভাবে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত হউন আপনার লেভেল যাই হোক কোর্সটি আপনি করতে পারবেন।